Bengali News: স্ট্রেচার অকেজো! গাড়ির বেহাল দশায় কর্ম বিরতিতে ১০২ অ্যাম্বুলেন্সের চালকরা, বিপাকে রোগীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
আপৎকালীন পরিস্থিতিতে পরিষেবা দিতে গিয়ে তাঁরা সমস্যায় পড়ছেন। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অ্যাম্বুলেন্সের হর্ন, হুটার, উইল রেঞ্জ, এমনকি স্ট্রেচারও ঠিক নেই
হুগলি: অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতিতে চরম বিপাকে পড়েছেন গর্ভবতীরা। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আরামবাগের ১০২ অ্যাম্বুলেন্স চালকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। এর প্রভাবে প্রসূতি ও সদ্যোজাত শিশুদের নিয়ে নাজেহাল হচ্ছেন পরিজনরা।
জানা গিয়েছে, আরামবাগ মহকুমায় যে সমস্ত অ্যাম্বুলেন্স আছে তার প্রায় সবগুলোই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ উদ্যোগে ১০২ অ্যাম্বুলেন্সগুলি গ্রিন এমআরআই হেল্প সার্ভিস নামের একটি কোম্পানিকে তত্ত্ববোধনের দায়িত্ব দিয়েছে। চালকদের অভিযোগ, ওই বেসরকারি কোম্পানির পক্ষ থেকে অ্যাম্বুলেন্সগুলি ঠিকমত মেরামত করা হয় না। ফলে আপৎকালীন পরিস্থিতিতে পরিষেবা দিতে গিয়ে তাঁরা সমস্যায় পড়ছেন। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অ্যাম্বুলেন্সের হর্ন, হুটার, উইল রেঞ্জ, এমনকি স্ট্রেচারও ঠিক নেই।
advertisement
advertisement
চালকদের আরও অভিযোগ, অ্যাম্বুলেন্সগুলির ফিটনেস ঠিকঠাক নেই। তাঁরা ঠিক সময়ে বেতন পাননা বলেও অভিযোগ। ফলে তাঁদের অ্যাম্বুলেন্সগুলি নিয়ে পরিষেবা দিতে চরম সমস্যায় পড়তে হয়, তেমনই সংসার চালাতেও সমস্যার সম্মুখীন হতে হয় বলে দাবি। এইসমস্যার কথা বার বার ওই কোম্পানিকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে চালকরা জানিয়েছেন। তাই বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করছেন তাঁরা।আর তাতেই চরম সমস্যায় পড়তে হচ্ছে গর্ভবতী মহিলা থেকে শুরু করে অন্যান্য রোগীদের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রোগীর আত্মীয়রা জানান, অ্যাম্বুলেন্সে পরিষেবার জন্য ফোনে যোগাযোগ করা হলেও পাওয়া যাচ্ছে না। এদিকে ক্যামেরার সামনে না বললেও গ্রিন এমআরআই হেল্প সার্ভিস কোম্পানির অধিকারিকরা মৌখিকভাবে জানান, তাঁরা বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে কবের মধ্যে এই সমস্যা মিটবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
advertisement
শুভজিৎ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2024 2:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: স্ট্রেচার অকেজো! গাড়ির বেহাল দশায় কর্ম বিরতিতে ১০২ অ্যাম্বুলেন্সের চালকরা, বিপাকে রোগীরা