Sujata Mondal: সৌমিত্র তৃণমূলে ফিরবেন? এরই মধ্যে বিরাট চমক সুজাতার! যা করলেন, নেপথ্য কোন রহস্য?
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Sujata Mondal: দলীয় নেতা কর্মীদের মিষ্টি মুখ করিয়ে উৎসাহ দিতেও দেখা গেল তাকে। রবিবার সকালে জয়পুরের ময়নাপুর বাজারে সেই জনসংযোগ করতে দেখা গেল তৃণমূলের জেলা পরিষদ সদস্যা সুজাতা মণ্ডলকে।
বাঁকুড়া: বড় অঙ্কের ব্যবধানে বাঁকুড়ার জয়পুর ব্লকের জেলাপরিষদের ৪৪ নং থেকে জয়ী হয়েছেন তৃণমূলের সুজাতা মণ্ডল। ভোটে জেতার পরেও এলাকায় গিয়ে কখনও চায়ের ঠেকে আড্ডা, কখনও দোকানদারদের কাছে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া আবার কখনও বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ জারি রেখেছেন সুজাতা মণ্ডল। পাশাপাশি দলীয় নেতা কর্মীদের নিয়ে একপ্রস্থ আড্ডা দেন তিনি।
দলীয় নেতা কর্মীদের মিষ্টি মুখ করিয়ে উৎসাহ দিতেও দেখা গেল তাকে। রবিবার সকালে জয়পুরের ময়নাপুর বাজারে সেই জনসংযোগ করতে দেখা গেল তৃণমূলের জেলা পরিষদ সদস্যা সুজাতা মণ্ডলকে। ভোটে জেতার পরেও এলাকায় মাটি কামড়ে সুজাতা। যা ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। সুজাতা কি আগামী লোকসভার ভোটে লড়াইয়ের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রাখতে মাঠে পড়ে রয়েছেন। যদিও সে দাবি মানতে নারাজ সুজাতা। তার দাবি, মানুষকে কথা দিয়েছিলেন পালিয়ে যাবো না, আপনাদের সাথে থাকব। সুজাতার এই জনসংযোগকে যদিও কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি।
advertisement
advertisement
২০১৯ লোকসভা নির্বাচনে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ-কে জেতানোর কারিগর ছিলেন স্ত্রী সুজাতা। স্বামীকে জেতাতে স্বয়ং মাঠে নেমেছিলেন স্ত্রী সুজাতা। বিষ্ণুপুর লোকসভার এক প্রান্ত থেকে অপর প্রান্ত একাই প্রচার করে মাটি কামড়ে পড়ে থেকেই স্বামীকে দিল্লিতে পাঠিয়েছিলেন স্ত্রী সুজাতা। নরেন্দ্র মোদি ও অমিত শাহের কাছে বিষ্ণুপুর লোকসভা তুলে দিয়েছিলেন তিনি।
advertisement
সুজাতার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে বিজেপি নেতৃত্ব। কিন্তু লোকসভার পরেই সুজাতা ও সৌমিত্রের সাংসারিক জীবনে ধরে ফাটল। সেই ফাটল রাজনৈতিক ভাবেও শুরু হয়ে যায়। ২০২০ সালের ডিসেম্বরে বিজেপির ঘর ছেড়ে তৃণমূলের ঘরে ফেরেন সুজাতা। এরপরেই সৌমিত্র ও সুজাতার মধ্যে দূরত্ব আরও বৃদ্ধি পায়। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পেয়ে আরামবাগ থেকে লড়াই করে সুজাতা। তবে খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে।
advertisement
২০২২ সালে সৌমিত্র ও সুজাতার মধ্যে পাকাপাকি ভাবেই বিবাহ বিচ্ছেদ মামলা সম্পন্ন হয়। বিধানসভায় না জিতলেও সুজাতা পঞ্চায়েত নির্বাচনে নিজের চেনা মাটিতে জয় ছিনিয়ে নিয়েছেন। জয়পুর ব্লকের জেলা পরিষদের ৪৪ নং আসন থেকে বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন তৃণমূলের সুজাতা। ভোটে জেতার পরে মাটি কামড়ে পড়ে রয়েছে সুজাতা। জনসংযোগের মধ্য দিয়ে লোকসভার প্ল্যাটফর্ম তৈরি করে নিচ্ছেন সুজাতা। যদিও সুজাতা তা মনে করছেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2023 2:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sujata Mondal: সৌমিত্র তৃণমূলে ফিরবেন? এরই মধ্যে বিরাট চমক সুজাতার! যা করলেন, নেপথ্য কোন রহস্য?