Saumitra Khan: অভিষেকের সঙ্গে মিটিং? তৃণমূলেই ফিরছেন সৌমিত্র খাঁ? বিস্ফোরক BJP সাংসদ নিজেই

Last Updated:

Saumitra Khan: সৌমিত্র খাঁ বলেন, ২০১৯ সালে বিজেপিতে যোগদানের পর থেকে এমন মাঝে মাঝেই রটে যায় সৌমিত্র খাঁ অন্য কোনও দলে চলে যাচ্ছেন। এসবই ভ্রান্ত ধারণা।

জল্পনা ওড়ালেন সৌমিত্র খাঁ
জল্পনা ওড়ালেন সৌমিত্র খাঁ
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: তৃণমূলে যাওয়ার জল্পনা ওড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাল্টা কটাক্ষ তৃণমূল নেত্রী, সাংসদের প্রাক্তন স্ত্রীর। বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার জল্পনা ওড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ দিল্লিতে গোপনে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন, এই দাবি তুলে তিনি তৃণমূলে ফিরতে পারেন বিভিন্ন মহল থেকে এমন সম্ভাবনার কথা বলা হচ্ছিল।
তবে সেই সম্ভাবনা একেবারে পত্রপাঠ নস্যাৎ করেছেন সাংসদ সৌমিত্র খাঁ নিজে। সৌমিত্র খাঁ বলেন, ২০১৯ সালে বিজেপিতে যোগদানের পর থেকে এমন মাঝে মাঝেই রটে যায় সৌমিত্র খাঁ অন্য কোনও দলে চলে যাচ্ছেন। এসবই ভ্রান্ত ধারণা। তিনি বলেন, ”আমি দলের কাজ করে যাচ্ছি।”
advertisement
advertisement
লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ”বাংলায় আমরা ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছি। আমার ধারণা ২২ টির বেশি আসনে বিজেপি জয়লাভ করবে।” সৌমিত্র খাঁর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদ সদস্যা সুজাতা মণ্ডল।
advertisement
তিনি বলেন, ”বিজেপির অনেকে পদ হারাচ্ছেন। কে টিকিট পাবেন, কে পাবেন না তা নিয়ে দোলাচলে রয়েছেন। তাই তাঁরা তৃণমূলে আসার চেষ্টা করছেন। কিন্তু তাঁদের মতো আবর্জনাদের জায়গা তৃণমূলে হবে না।” অন্যদিকে সৌমিত্র খাঁর দাবি করা ২২ টি আসনে জয় নিয়েও এদিন কটাক্ষ করেছেন সুজাতা। তাঁর দাবি, ”অমিত শাহ বলছেন ৩৫ টি আসন পাবেন। সৌমিত্র খাঁ বলছেন ২২ টি আসন পাবেন। আগে তাঁরাই ঠিক করুন কতগুলি আসন তাঁরা পাবেন।” পরিস্থিতি যা, সাংসদ ও তাঁর প্রাক্তন স্ত্রীর মধ্যে বাদানুবাদে সরগরম বাঁকুড়ার রাজনীতি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saumitra Khan: অভিষেকের সঙ্গে মিটিং? তৃণমূলেই ফিরছেন সৌমিত্র খাঁ? বিস্ফোরক BJP সাংসদ নিজেই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement