Saumitra Khan: অভিষেকের সঙ্গে মিটিং? তৃণমূলেই ফিরছেন সৌমিত্র খাঁ? বিস্ফোরক BJP সাংসদ নিজেই
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Saumitra Khan: সৌমিত্র খাঁ বলেন, ২০১৯ সালে বিজেপিতে যোগদানের পর থেকে এমন মাঝে মাঝেই রটে যায় সৌমিত্র খাঁ অন্য কোনও দলে চলে যাচ্ছেন। এসবই ভ্রান্ত ধারণা।
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: তৃণমূলে যাওয়ার জল্পনা ওড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পাল্টা কটাক্ষ তৃণমূল নেত্রী, সাংসদের প্রাক্তন স্ত্রীর। বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার জল্পনা ওড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ দিল্লিতে গোপনে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন, এই দাবি তুলে তিনি তৃণমূলে ফিরতে পারেন বিভিন্ন মহল থেকে এমন সম্ভাবনার কথা বলা হচ্ছিল।
তবে সেই সম্ভাবনা একেবারে পত্রপাঠ নস্যাৎ করেছেন সাংসদ সৌমিত্র খাঁ নিজে। সৌমিত্র খাঁ বলেন, ২০১৯ সালে বিজেপিতে যোগদানের পর থেকে এমন মাঝে মাঝেই রটে যায় সৌমিত্র খাঁ অন্য কোনও দলে চলে যাচ্ছেন। এসবই ভ্রান্ত ধারণা। তিনি বলেন, ”আমি দলের কাজ করে যাচ্ছি।”
advertisement
advertisement
লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাবনা প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ”বাংলায় আমরা ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছি। আমার ধারণা ২২ টির বেশি আসনে বিজেপি জয়লাভ করবে।” সৌমিত্র খাঁর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূলের বাঁকুড়া জেলা পরিষদ সদস্যা সুজাতা মণ্ডল।
advertisement
তিনি বলেন, ”বিজেপির অনেকে পদ হারাচ্ছেন। কে টিকিট পাবেন, কে পাবেন না তা নিয়ে দোলাচলে রয়েছেন। তাই তাঁরা তৃণমূলে আসার চেষ্টা করছেন। কিন্তু তাঁদের মতো আবর্জনাদের জায়গা তৃণমূলে হবে না।” অন্যদিকে সৌমিত্র খাঁর দাবি করা ২২ টি আসনে জয় নিয়েও এদিন কটাক্ষ করেছেন সুজাতা। তাঁর দাবি, ”অমিত শাহ বলছেন ৩৫ টি আসন পাবেন। সৌমিত্র খাঁ বলছেন ২২ টি আসন পাবেন। আগে তাঁরাই ঠিক করুন কতগুলি আসন তাঁরা পাবেন।” পরিস্থিতি যা, সাংসদ ও তাঁর প্রাক্তন স্ত্রীর মধ্যে বাদানুবাদে সরগরম বাঁকুড়ার রাজনীতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2023 11:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saumitra Khan: অভিষেকের সঙ্গে মিটিং? তৃণমূলেই ফিরছেন সৌমিত্র খাঁ? বিস্ফোরক BJP সাংসদ নিজেই