Success Story: সবজি বিক্রেতা থেকে তিনি আজ উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক! মানবিক ডাক্তারবাবু আজ দিনরাত দুঃস্থ মানুষের ভরসা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Success Story: বাবা স্টেশনে সবজি বিক্রি করতেন। বাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে সবজি বিক্রি করতেন শ্যামলবাবুও।
জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগনা: সবজি বিক্রেতা থেকে শ্যামলকুমার বিশ্বাস আজ বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক পদে আসীন। এক সময় ফুটপাতে সবজি বিক্রি করতেন আর সেখান থেকে আজ তিনি বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য অধিকারিক। তবে তাঁর চলার পথটা খুব সহজ ছিল না। সবজি বিক্রেতা বাবার সঙ্গে নিজেও সকালে সবজি বিক্রি করতেন। আবার স্কুলের পর ক্লাস শেষে বাড়ি ফিরে সবজি বিক্রি করা। তার পর রাত জেগে পড়াশোনা। এভাবেই চলত ছোটবেলায় লড়াইয়ের দৈনন্দিন রুটিন। শ্যামলবাবুর বাবার সাধ ছিল ছেলেকে ডাক্তার করার। ছেলেও বাবার ইচ্ছেকে তেমনই মর্যাদা দিয়েছেন।
ছোট থেকেই অভাব অনটনের সংসারে বেড়ে ওঠা শ্যামল বিশ্বাসের। ছোট থেকে দারিদ্রকে আঁকড়ে ধরে বড় হলেও পড়াশোনায় কোনও ত্রুটি ছিল না তাঁর। বর্তমানে সরকারি বড় পদে আসীন হলেও সমাজের প্রান্তিক মানুষগুলোর খোঁজখবর নিতে আজও তিনি ভোলেন না। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার হৃদয়পুরে। নিজে গরিব ঘরে জন্মগ্রহণ করে লড়াই সংগ্রামের মাধ্যমে আজ প্রতিষ্ঠিত হয়েছেন। সেজন্য আজও গরিবের ব্যথায় প্রাণ কাঁদে তাঁর। বহু গরিব মানুষের বিনা পয়সায় চিকিৎসা করেন তিনি। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি সাক্ষাৎ যেন ঈশ্বরের দূত। ডাক্তারির মাধ্যমে নিজেকে তিনি নিয়োজিত করেছেন মানবসেবার কাজে।
advertisement
আরও পড়ুন : লক্ষ্য হিমাচলের সিনকুন সাউথ, শেরপা ছাড়াই শৃঙ্গ অভিযানে সোনারপুরের পর্বতারোহী দল
একদিকে অফিসে নিজের কাজ সেরে রাতে বাড়ি ফেরার পর ছুটে যান নিজের চেনা হৃদয়পুর রেলস্টেশনে, অসহায় দুঃস্থ মানুষের হাতে দুটো খাবার, বস্ত্র তুলে দেওয়ার জন্য। প্রাকৃতিক কোনও বিপর্যয়েও তিনি থেমে থাকেন না। মহারাষ্ট্রের লাতুরের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ছুটে গিয়ে টানা সেবা করেছেন আহতদের। করোনার সময়ও সমানভাবে নিরন্তর চিকিৎসা পরিষেবা দিয়ে গিয়েছেন এই চিকিৎসক। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম ও কার্যত নিজের প্রাণের ঝুঁকি নিয়েও রোগী দেখে গিয়েছেন শ্যামলবাবু। মানবদরদী চিকিৎসক শ্যামলকুমার বিশ্বাসকে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন নানা পুরস্কারে ভূষিত করেছে। রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ডাক্তারবাবু সত্যিই আজ এলাকার মানুষের কাছে সাক্ষাৎ ভগবানের দূত। তিনি ছোট থেকে স্বচক্ষে অভাব অনাটন আর লড়াই সংগ্রাম দেখে বড় হয়েছেন। সেজন্যই হয়তো বা কারওর দুরবস্থা দেখে চুপ থাকতে পারেন না।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 4:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: সবজি বিক্রেতা থেকে তিনি আজ উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক! মানবিক ডাক্তারবাবু আজ দিনরাত দুঃস্থ মানুষের ভরসা