Himachal Pradesh: লক্ষ্য হিমাচলের সিনকুন সাউথ, শেরপা ছাড়াই শৃঙ্গ অভিযানে সোনারপুরের পর্বতারোহী দল
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Himachal Pradesh:পর্বত অভিযানে গেলেন সোনারপুর আরোহী দলের পাঁচ সদস্য। তাঁদের লক্ষ্য, হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার সিঙ্গুলা পাসের বা দিকে ৬০৩০ মিটারের সিনকুন সাউথ শৃঙ্গ।
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: শেরপা ছাড়াই এ বার পর্বত অভিযানে ‘সোনারপুর আরোহী’-র ৫ সদস্যের দল ৷ সফলভাবে এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা আরোহণকারী বাংলার বিশিষ্ট পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদারের নেতৄত্বে রওনা হচ্ছেন তাঁরা ৷ তাঁদের লক্ষ্য, হিমাচল প্রদেশের ৬০৩০ মিটারের সিনকুন সাউথ ৷ পূর্বা এক্সপ্রেসে হাওড়া থেকে রওনা দেবেন তাঁরা ৷ দিল্লি থেকে বাসে মানালি পৌঁছবেন তারা ৷ মানালি থেকে কেলং পৌঁছে প্রয়োজনীয় কাজ সেরে ছিকা গ্রামে ২দিন রাত কাটাবেন তাঁরা ৷ যা ১২হাজার ফুট উচ্চতায় একটি গ্রাম ৷ শুধু তাই নয়, এই পথের শেষ জনপদ এই গ্রামটিই ৷
এই গ্রামের বাসিন্দাদের পাশে থাকতে তাঁদের জন্য এখান থেকে প্রয়োজনীয় ওষুধ, পড়াশোনা ও খেলাধুলার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে ৷ একটি মেডিক্যাল ক্যাম্প করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলাকার বাসিন্দাদের দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধ ৷ এছাড়া গ্রামের ছোটদের দেওয়া হবে খেলাধূলা ও পড়াশোনার নানা সরঞ্জাম ৷ ২৭শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে মূল অভিযান ৷ এইদিনই শুরু হবে ট্রেক ৷ আনুমানিক ৩ দিন ধরে ট্রেকিং করার পর শৃঙ্গের গোড়ায় ৫৩০০ মিটারে তৈরি করা হবে বেসক্যাম্প ৷
advertisement
এখান থেকে আরোহণের টার্গেট রয়েছে তাঁদের, জানিয়েছেন দলনেতা রুদ্রপ্রসাদ হালদার ৷ আবহাওয়া ও পরিস্থিতি অনুকুল দেখে ফাইনাল সামিটের দিন স্থির করা হবে বলে জানা গিয়েছে ৷ রুদ্রপ্রসাদ হালদার ছাড়াও এই অভিযানে রয়েছেন সোনারপুর আরোহীর আরও চার সদস্য ৷ তাঁরা হলেন রাহুল হালদার, চিকিৎসক উদ্দীপন হালদার, দেবাশিস মজুমদার ও অরুণাভ সাঁপুই ৷ এই অভিযান সফল করার লক্ষ্যে তারা বিগত কয়েকমাস ধরে একসঙ্গে ট্রেনিং করেছেন ৷ জানা গিয়েছে দক্ষিণ দিকের দেওয়াল ধরে পশ্চিম গিরিশিরায় পৌঁছনোর পরিকল্পনা রয়েছে তাঁদের ৷
advertisement
advertisement
আরও পড়ুন : মহাশিবরাত্রির আগের দিন আজ ভুলেও খাবেন না ৩ মশলা ও ১ সবজি! তছনছ সংসার! মহাদেবের আশীর্বাদ পেতে কী খাবেন এই পুণ্যতিথিতে? জানুন
এই অভিযান শীতকালীন অভিযানের মধ্যেই পড়বে ৷ কারণ সাধারণত ২১ ডিসেম্বর থেকে ২১ মার্চের মধ্যে কোনও পর্বতের বেসক্যাম্প থেকে শৄঙ্গে আরোহণ করে আবার বেসক্যাম্পে ফেরত এলে তা শীতকালীন পর্বতারোহণের মধ্যে পড়ে ৷ এখনও পর্যন্ত শীতকালে পর্বত অভিযান সফল হয়নি ৷ কারণ এইসময় বরফ নরম থাকে ৷ ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকে ৷ এই অভিযান সফল হলে আরোহীর মুকুটে তা নিসন্দেহে নতুন পালক হবে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 3:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Himachal Pradesh: লক্ষ্য হিমাচলের সিনকুন সাউথ, শেরপা ছাড়াই শৃঙ্গ অভিযানে সোনারপুরের পর্বতারোহী দল