Himachal Pradesh: লক্ষ্য হিমাচলের সিনকুন সাউথ, শেরপা ছাড়াই শৃঙ্গ অভিযানে সোনারপুরের পর্বতারোহী দল

Last Updated:

Himachal Pradesh:পর্বত অভিযানে গেলেন সোনারপুর আরোহী দলের পাঁচ সদস্য। তাঁদের লক্ষ্য, হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার সিঙ্গুলা পাসের বা দিকে ৬০৩০ মিটারের সিনকুন সাউথ শৃঙ্গ। 

+
সিনকুন

সিনকুন সাউথ শৃঙ্গ। 

সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: শেরপা ছাড়াই এ বার পর্বত অভিযানে ‘সোনারপুর আরোহী’-র ৫ সদস্যের দল ৷ সফলভাবে এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা আরোহণকারী বাংলার বিশিষ্ট পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদারের নেতৄত্বে রওনা হচ্ছেন তাঁরা ৷ তাঁদের লক্ষ্য, হিমাচল প্রদেশের ৬০৩০ মিটারের সিনকুন সাউথ ৷ পূর্বা এক্সপ্রেসে হাওড়া থেকে রওনা দেবেন তাঁরা ৷ দিল্লি থেকে বাসে মানালি পৌঁছবেন তারা ৷ মানালি থেকে কেলং পৌঁছে প্রয়োজনীয় কাজ সেরে ছিকা গ্রামে ২দিন রাত কাটাবেন তাঁরা ৷ যা ১২হাজার ফুট উচ্চতায় একটি গ্রাম ৷ শুধু তাই নয়, এই পথের শেষ জনপদ এই গ্রামটিই ৷
এই গ্রামের বাসিন্দাদের পাশে থাকতে তাঁদের জন্য এখান থেকে প্রয়োজনীয় ওষুধ, পড়াশোনা ও খেলাধুলার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে ৷ একটি মেডিক্যাল ক্যাম্প করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এলাকার বাসিন্দাদের দেওয়া হবে প্রয়োজনীয় ওষুধ ৷ এছাড়া গ্রামের ছোটদের দেওয়া হবে খেলাধূলা ও পড়াশোনার নানা সরঞ্জাম ৷ ২৭শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে মূল অভিযান ৷ এইদিনই শুরু হবে ট্রেক ৷ আনুমানিক ৩ দিন ধরে ট্রেকিং করার পর শৃঙ্গের গোড়ায় ৫৩০০ মিটারে তৈরি করা হবে বেসক্যাম্প ৷
advertisement
এখান থেকে আরোহণের টার্গেট রয়েছে তাঁদের, জানিয়েছেন দলনেতা রুদ্রপ্রসাদ হালদার ৷ আবহাওয়া ও পরিস্থিতি অনুকুল দেখে ফাইনাল সামিটের দিন স্থির করা হবে বলে জানা গিয়েছে ৷ রুদ্রপ্রসাদ হালদার ছাড়াও এই অভিযানে রয়েছেন সোনারপুর আরোহীর আরও চার সদস্য ৷ তাঁরা হলেন রাহুল হালদার, চিকিৎসক উদ্দীপন হালদার, দেবাশিস মজুমদার ও অরুণাভ সাঁপুই ৷ এই অভিযান সফল করার লক্ষ্যে তারা বিগত কয়েকমাস ধরে একসঙ্গে ট্রেনিং করেছেন ৷ জানা গিয়েছে দক্ষিণ দিকের দেওয়াল ধরে পশ্চিম গিরিশিরায় পৌঁছনোর পরিকল্পনা রয়েছে তাঁদের ৷
advertisement
advertisement
আরও পড়ুন : মহাশিবরাত্রির আগের দিন আজ ভুলেও খাবেন না ৩ মশলা ও ১ সবজি! তছনছ সংসার! মহাদেবের আশীর্বাদ পেতে কী খাবেন এই পুণ্যতিথিতে? জানুন
এই অভিযান শীতকালীন অভিযানের মধ্যেই পড়বে ৷ কারণ সাধারণত ২১ ডিসেম্বর থেকে ২১ মার্চের মধ্যে কোনও পর্বতের বেসক্যাম্প থেকে শৄঙ্গে আরোহণ করে আবার বেসক্যাম্পে ফেরত এলে তা শীতকালীন পর্বতারোহণের মধ্যে পড়ে ৷ এখনও পর্যন্ত শীতকালে পর্বত অভিযান সফল হয়নি ৷ কারণ এইসময় বরফ নরম থাকে ৷ ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকে ৷ এই অভিযান সফল হলে আরোহীর মুকুটে তা নিসন্দেহে নতুন পালক হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Himachal Pradesh: লক্ষ্য হিমাচলের সিনকুন সাউথ, শেরপা ছাড়াই শৃঙ্গ অভিযানে সোনারপুরের পর্বতারোহী দল
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement