Mahashivratri 2025: মহাশিবরাত্রির আগের দিন আজ ভুলেও খাবেন না ৩ মশলা ও ১ সবজি! তছনছ সংসার! মহাদেবের আশীর্বাদ পেতে কী খাবেন এই পুণ্যতিথিতে? জানুন

Last Updated:
Mahashivratri 2025: ব্রতীরা শিবরাত্রিতে উপবাস ব্রত পালন করেন৷ অত্যন্ত সংযমের সঙ্গে দিনটি কাটাতে হয়৷ এই পুণ্যতিথির আগের দিনকে বলা হয় শিব ত্রয়োদশী৷ এই তিথিও খুব গুরুত্বপূর্ণ৷ যাঁরা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন তাঁরা মঙ্গলবার শিব ত্রয়োদশীতে কী কী করবেন, জানুন৷
1/6
বুধবার ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি৷ সারা রাত ধরে প্রতি প্রহরে পূজিত হন দেবাদিদে মহাদেব৷ দুধ, মধু, ঘি, গঙ্গাজসল-সহ নানা উপচারে তাঁর অভিষেক করেন৷
বুধবার ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি৷ সারা রাত ধরে প্রতি প্রহরে পূজিত হন দেবাদিদে মহাদেব৷ দুধ, মধু, ঘি, গঙ্গাজসল-সহ নানা উপচারে তাঁর অভিষেক করেন৷
advertisement
2/6
ব্রতীরা শিবরাত্রিতে উপবাস ব্রত পালন করেন৷ অত্যন্ত সংযমের সঙ্গে দিনটি কাটাতে হয়৷ এই পুণ্যতিথির আগের দিনকে বলা হয় শিব ত্রয়োদশী৷ এই তিথিও খুব গুরুত্বপূর্ণ৷ যাঁরা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন তাঁরা মঙ্গলবার শিব ত্রয়োদশীতে কী কী করবেন, জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদত চক্রপাণি ভাট৷
ব্রতীরা শিবরাত্রিতে উপবাস ব্রত পালন করেন৷ অত্যন্ত সংযমের সঙ্গে দিনটি কাটাতে হয়৷ এই পুণ্যতিথির আগের দিনকে বলা হয় শিব ত্রয়োদশী৷ এই তিথিও খুব গুরুত্বপূর্ণ৷ যাঁরা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন তাঁরা মঙ্গলবার শিব ত্রয়োদশীতে কী কী করবেন, জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদত চক্রপাণি ভাট৷
advertisement
3/6
শিবরাত্রির আগের দিন একবেলা অন্নগ্রহণ করুন৷ রান্নায় সাধারণ নুনের বদলে দিন সৈন্ধব লবণ৷ কোনও খাবারে হলুদ দেবেন না৷ অনেকে এদিন হবিষ্যান্ন গ্রহণ করেন৷ রুটিও খেতে পারেন৷ তবে সারা দিনে একবারই খাবার গ্রহণ করুন৷
শিবরাত্রির আগের দিন একবেলা অন্নগ্রহণ করুন৷ রান্নায় সাধারণ নুনের বদলে দিন সৈন্ধব লবণ৷ কোনও খাবারে হলুদ দেবেন না৷ অনেকে এদিন হবিষ্যান্ন গ্রহণ করেন৷ রুটিও খেতে পারেন৷ তবে সারা দিনে একবারই খাবার গ্রহণ করুন৷
advertisement
4/6
শিবরাত্রির আগের দিন সংযম পালন করুন৷ শয্যা গ্রহণ না করে মেঝেতে কম্বল পেতে বা খড় বিছিয়ে বিছানা করে ঘুমোতে যান৷ সারা দিনে কটূক্তি করবেন না৷ মনে মনে মহাদেবের ধ্যান করুন৷
শিবরাত্রির আগের দিন সংযম পালন করুন৷ শয্যা গ্রহণ না করে মেঝেতে কম্বল পেতে বা খড় বিছিয়ে বিছানা করে ঘুমোতে যান৷ সারা দিনে কটূক্তি করবেন না৷ মনে মনে মহাদেবের ধ্যান করুন৷
advertisement
5/6
শিব ত্রয়োদশীতে সম্পূর্ণ নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করুন৷ রান্নায় হলুদ, হিং, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো দেবেন না৷ ত্রয়োদশী তিথিতে মুলো খাবেন না৷
শিব ত্রয়োদশীতে সম্পূর্ণ নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করুন৷ রান্নায় হলুদ, হিং, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো দেবেন না৷ ত্রয়োদশী তিথিতে মুলো খাবেন না৷
advertisement
6/6
যাঁরা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন, তাঁরা এই আচার আচরণ অবশ্যই পালন করুন৷ নয়তো সংসারে ঘোর অমঙ্গল নেমে আসবে বলে মনে করা হয়৷ একনিষ্ঠ মনে এই আচরণ পালন করলে মহাদেবের আশীর্বাদে অর্থকষ্ট থাকে না৷ সব দুঃখদুর্দশা দূর হয়ে সৌভাগ্যের বান আসে সংসারে৷
যাঁরা মহাশিবরাত্রির ব্রত পালন করবেন, তাঁরা এই আচার আচরণ অবশ্যই পালন করুন৷ নয়তো সংসারে ঘোর অমঙ্গল নেমে আসবে বলে মনে করা হয়৷ একনিষ্ঠ মনে এই আচরণ পালন করলে মহাদেবের আশীর্বাদে অর্থকষ্ট থাকে না৷ সব দুঃখদুর্দশা দূর হয়ে সৌভাগ্যের বান আসে সংসারে৷
advertisement
advertisement
advertisement