ছাত্র-ছাত্রীদের ভালবাসায় স্কুল ছাড়তে পারলেন না প্রধান শিক্ষক, রয়ে গেলেন পুরানো স্কুলেই
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
শেষে ছাত্র-ছাত্রীদের ভালবাসার জয় হয়। স্কুল ছাড়ার সিদ্বান্ত বাতিল করে স্কুলে রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
#রায়দিঘী: ছাত্র-ছাত্রীদের ভালবাসা জিতে নিল শিক্ষকের হৃদয়। কথা দিলেন কোথাও যাবেন না তিনি। ঘটনাটি ঘটেছে মথুরাপুর ২ নং ব্লকের রায়দিঘীর মহব্বতনগরের। মহব্বত নগর কৈলাসপুর মিলন শিক্ষা সদনের প্রধান শিক্ষক বিপ্লব মন্ডল প্রায় ছয় মাস আগে এই স্কুলে যোগ দেন। হঠাৎই বেশ কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি নিজের পুরানো স্কুলে ফিরে যাওয়ার আবেদন করেন তিনি।
এই ঘটনার কথা ছাত্র-ছাত্রীরা জানলে তারা কান্নায় ভেঙে পড়ে। আজ স্কুল খুললে ছাত্র-ছাত্রীরা এসে প্রধান শিক্ষকের কাছে কাঁদতে থাকে। কেউ আবার যেতে দেবে না বলে পথ আটকে থাকে। শেষে ছাত্র-ছাত্রীদের ভালবাসার জয় হয়। স্কুল ছাড়ার সিদ্বান্ত বাতিল করে স্কুলে রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এই ঘটনায় খুবই খুশি ছাত্র-ছাত্রীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2020 8:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছাত্র-ছাত্রীদের ভালবাসায় স্কুল ছাড়তে পারলেন না প্রধান শিক্ষক, রয়ে গেলেন পুরানো স্কুলেই