Home /News /south-bengal /
ছাত্র-ছাত্রীদের ভালবাসায় স্কুল ছাড়তে পারলেন না প্রধান শিক্ষক, রয়ে গেলেন পুরানো স্কুলেই

ছাত্র-ছাত্রীদের ভালবাসায় স্কুল ছাড়তে পারলেন না প্রধান শিক্ষক, রয়ে গেলেন পুরানো স্কুলেই

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

শেষে ছাত্র-ছাত্রীদের ভালবাসার জয় হয়। স্কুল ছাড়ার সিদ্বান্ত বাতিল করে স্কুলে রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

 • Share this:

  #রায়দিঘী: ছাত্র-ছাত্রীদের ভালবাসা জিতে নিল শিক্ষকের হৃদয়। কথা দিলেন কোথাও যাবেন না তিনি। ঘটনাটি ঘটেছে মথুরাপুর ২ নং ব্লকের রায়দিঘীর মহব্বতনগরের। মহব্বত নগর কৈলাসপুর মিলন শিক্ষা সদনের প্রধান শিক্ষক বিপ্লব মন্ডল প্রায় ছয় মাস আগে এই স্কুলে যোগ দেন। হঠাৎই বেশ কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি নিজের পুরানো স্কুলে ফিরে যাওয়ার আবেদন করেন তিনি।

  এই ঘটনার কথা ছাত্র-ছাত্রীরা জানলে তারা কান্নায় ভেঙে পড়ে। আজ স্কুল খুললে ছাত্র-ছাত্রীরা এসে প্রধান শিক্ষকের কাছে কাঁদতে থাকে। কেউ আবার যেতে দেবে না বলে পথ আটকে থাকে। শেষে ছাত্র-ছাত্রীদের ভালবাসার জয় হয়। স্কুল ছাড়ার সিদ্বান্ত বাতিল করে স্কুলে রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এই ঘটনায় খুবই খুশি ছাত্র-ছাত্রীরা।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Transfer

  পরবর্তী খবর