#রায়দিঘী: ছাত্র-ছাত্রীদের ভালবাসা জিতে নিল শিক্ষকের হৃদয়। কথা দিলেন কোথাও যাবেন না তিনি। ঘটনাটি ঘটেছে মথুরাপুর ২ নং ব্লকের রায়দিঘীর মহব্বতনগরের। মহব্বত নগর কৈলাসপুর মিলন শিক্ষা সদনের প্রধান শিক্ষক বিপ্লব মন্ডল প্রায় ছয় মাস আগে এই স্কুলে যোগ দেন। হঠাৎই বেশ কিছুদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি নিজের পুরানো স্কুলে ফিরে যাওয়ার আবেদন করেন তিনি।
এই ঘটনার কথা ছাত্র-ছাত্রীরা জানলে তারা কান্নায় ভেঙে পড়ে। আজ স্কুল খুললে ছাত্র-ছাত্রীরা এসে প্রধান শিক্ষকের কাছে কাঁদতে থাকে। কেউ আবার যেতে দেবে না বলে পথ আটকে থাকে। শেষে ছাত্র-ছাত্রীদের ভালবাসার জয় হয়। স্কুল ছাড়ার সিদ্বান্ত বাতিল করে স্কুলে রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এই ঘটনায় খুবই খুশি ছাত্র-ছাত্রীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Transfer