জগৎবল্লভপুর কলেজের অভিনব উদ্যোগ, ইতিহাসের প্রদর্শনী দেখতে হাজির স্কুল ছাত্রছাত্রীরা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Exhibition- ইতিহাস বিষয়ে ছাত্র-ছাত্রীদের আরও বেশি মনোযোগী করে তুলতে দুইদিনব্যাপী ইতিহাসের প্রদর্শনী হাওড়ার শোভারানী মেমোরিয়াল কলেজে, প্রদর্শনীতে হাজির স্কুল কলেজের ছাত্র-ছাত্রী
হাওড়া: এক ছাদের তলায় হাজারও ইতিহাসের জীবন্ত দলিল। ২ দিন ব্যাপী ঐতিহাসিক প্রদর্শনী হাওড়ার জগৎবল্লভপুর শোভারানী মেমোরিয়াল কলেজ। তাতে সামিল বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।
এক অনন্য ঐতিহাসিক প্রদর্শনী। আর হাওড়ার কলেজের প্রদর্শনীতে সামিল স্কুলের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ইতিহাস বিষয়ে আরও বেশি মনোযোগ বাড়াতে এই উদ্যোগ হাওড়ার জগৎবল্লভপুর শোভারানী মেমোরিয়ালকলেজের।
২ দিন ব্যাপী ইতিহাস বিষয়ক প্রদর্শনীতে বিভিন্ন ঐতিহাসিক মডেল,ছবি তুলে ধরা হয়েছে। ইতিহাস পাঠের পাশাপাশি সেই সময়ের নিদর্শন ছাত্রছাত্রীদের চাক্ষুষ করানোর উদ্দেশ্য।
advertisement
আরও পড়ুন- মালদহের ভূতনিতে গঙ্গার স্রোতে ভেসে গেল নৌকা, নিখোঁজের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
জগৎবল্লভপুর শোভারানী মেমোরিয়াল কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে ছাত্র -ছাত্রীরা। প্রায় ৬ মাস ধরে চলেছে তার প্রস্তুতি। প্রদর্শনীর প্রথম দিন ছাত্র-ছাত্রীদের থেকে ভালই সাড়া মিলেছে। এদিন ৫-৬ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আসে প্রদর্শনী দেখতে।
advertisement
জগৎবল্লভপুর শোভারানী মেমোরিয়াল কলেজের শিক্ষক সঞ্জীব থাপা বলেন, ইতিহাসে মৌর্য, কুষাণ, মুঘলদের কথা আমরা পড়েছি, পড়াই। সিলেবাসে এসব থাকলেও ছাত্ররা তা দেখার সুযোগ পায় না। পড়ার পাশাপাশি সেইসব নিদর্শন দেখতে পেলে তাদের জানা আরও নিখুঁত হয়, আগ্রহ বাড়ে। সেই সময়ের শিল্পও চাক্ষুষ করতে পেরেছে তারা। ফলে শিখতেও সুবিধা হবে।
আরও পড়ুন- কাচের বোতলের পর গাছের ছাল,বাঁশ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হচ্ছে এই পুজোর মণ্ডপ!
ইতিহাস বইয়ের বাইরেও অনেক অজানা ইতিহাস থাকে। সময়ের স্তূপে হারিয়ে যাওয়া সেইসব অতীতেরই দেখা মিলল জগৎবল্লভপুর শোভারানী মেমোরিয়াল কলেজের প্রদর্শনীতে।
advertisement
৬ মাস ধরে প্রদর্শনীর ব্যবস্থা করে ইতিহাসকে আরও সামনে থেকে হাতে কলমে জানতে সুবিধা হয়েছে বলে জানালেন জগৎবল্লভপুর শোভারানী মেমোরিয়াল কলেজের ছাত্র-ছাত্রীরা।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2024 5:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জগৎবল্লভপুর কলেজের অভিনব উদ্যোগ, ইতিহাসের প্রদর্শনী দেখতে হাজির স্কুল ছাত্রছাত্রীরা