North 24 Parganas News: জল থৈ থৈ স্কুলপথে বিপাকে শিশু পড়ুয়ারা! পানিহাটিতে চরম দুর্ভোগ, হাঁটাচলা বন্ধ হওয়ার জোগাড়
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Subhajit Sarkar
Last Updated:
North 24 Parganas News: বৃষ্টি হলেই চরম দুর্ভোগের সৃষ্টি হয় পড়ুয়াদের। স্কুল চত্বরে জল জমে হাঁটাচলা বন্ধ হওয়ার জোগাড় ঘটে।
উত্তর ২৪ পরগনা: বর্ষা যেমন ভাল ফসলের ইঙ্গিত, তেমন বর্ষায় চিন্তার ভাঁজও কোনও ক্ষেত্রে কম নয়। এবার তাই টানা নিম্নচাপের বৃষ্টিতে ফের বিপাকে পড়েছে উত্তর ২৪ পরগনার অন্তর্গত আগরপাড়ার প্রফুল্ল বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। বিদ্যালয়টি অবস্থিত পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড এবং উত্তর দমদম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে, মূলত যা নিমতা এলাকার কদমতলায় অবস্থিত। এই স্কুলটি উত্তর দমদম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অধীনে। বৃষ্টি হলেই চরম দুর্ভোগের সৃষ্টি হয় পড়ুয়াদের। স্কুল চত্বরে জল জমে হাঁটাচলা বন্ধ হওয়ার জোগাড় ঘটে।
অভিভাবকদের অভিযোগ, সকালবেলা পড়ুয়াদের কোলে তুলে জল পেরিয়ে স্কুলে নিয়ে আসতে হচ্ছে। পরীক্ষার সময় ঘনিয়ে আসায় পড়ুয়ারা উপস্থিত থাকতে চাইছে। কিন্তু জলমগ্ন রাস্তাই বাধা হয়ে দাঁড়াচ্ছে।
স্কুলের প্রধান শিক্ষক বলছেন, “এই সমস্যা বহুদিনের প্রশাসনকে জানানো হলে, আশ্বাস বার্তা মিলেছে যে রাস্তার কাজ চলার কারণে এমন বেহাল দশা তা শেষ হলেই সমস্যার সমাধান ঘটবে।” জল সমস্যা বহু বছরের হলেও স্কুল চত্বরে জল এর আগে জমত না, কিন্তু রাস্তার বেহাল দশার ফলে এই সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করছে শিক্ষক ও অভিবাবকরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 9:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: জল থৈ থৈ স্কুলপথে বিপাকে শিশু পড়ুয়ারা! পানিহাটিতে চরম দুর্ভোগ, হাঁটাচলা বন্ধ হওয়ার জোগাড়