এ যেন এক ব্যতিক্রমী বিদ্যালয়! শিক্ষকদের উদ্যোগে প্রত্যেক ছাত্র-ছাত্রী পালন করা হয় জন্মদিন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
নদিয়ার সীমান্তবর্তী ভাজন ঘাট প্রাইমারি স্কুল আজ অনেক দিক থেকেই অন্য সরকারি স্কুল থেকে আলাদা। শিক্ষার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশে নজর দিচ্ছেন এখানকার শিক্ষকরা। স্কুলটিতে বর্তমানে মোট ২৩৪ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে।
কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার সীমান্তবর্তী ভাজন ঘাট প্রাইমারি স্কুল আজ অনেক দিক থেকেই অন্য সরকারি স্কুল থেকে আলাদা। শিক্ষার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশে নজর দিচ্ছেন এখানকার শিক্ষকরা। স্কুলটিতে বর্তমানে মোট ২৩৪ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে।
শিক্ষার আনন্দ বাড়াতে অনন্য এক উদ্যোগ নিয়েছেন শিক্ষকরা। আগস্ট মাসে যাদের জন্মদিন, তাদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে এক ভিন্ন মাত্রার আনন্দ।
স্কুলের দেওয়াল জুড়ে আঁকা হয়েছে পোস্ট অফিস, পুলিশ চৌকি, এমনকি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রতীকী ছবি। যেদিকে তাকানো যায়, সর্বত্রই রয়েছে শিক্ষা-মূলক বার্তা। শুধু পড়াশোনাই নয়, স্কুলে রয়েছে একটি ‘ভাণ্ডার’, যেখানে ছাত্রছাত্রীরা সামান্য টাকা জমিয়ে রাখে। সেই টাকায় পেন-খাতা বাজারের তুলনায় অনেক কম দামে সরবরাহ করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: শুঁটকির ব্যবসায় বড়সড় ধস! মাছের বাজারে কোটি কোটি টাকার লোকসান
বিদ্যালয়ের চত্বরজুড়ে রয়েছে ফুল ও সবজি চাষ, পাখি ও অ্যাকোরিয়াম, এমনকি ছাত্রছাত্রীদের তৈরি ছোটখাটো হাটও। ভারতবর্ষের মনীষীদের ছবি এখানে বিশেষভাবে স্থান পেয়েছে। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিও বসানো হয়েছে। এই সবকিছুর উদ্যোগ নিয়েছেন বর্তমান শিক্ষক বসুকিনাথ বিশ্বাস ও তাঁর মা।
advertisement
আরও পড়ুন: পুজোয় ট্রেন্ডিং মডার্ন তাঁতের শাড়ি! দেখেই ‘ফিদা’ মহিলারা, সস্তায় কিনতে চাইলে আসতে হবে…
সবমিলিয়ে, ভাজন ঘাট প্রাইমারি স্কুল আজ শিক্ষার পাশাপাশি আদর্শ পরিবেশ তৈরি করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকেই বলছেন, সরকারি স্কুলের মধ্যেও এ এক অনুকরণীয় উদাহরণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 2:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এ যেন এক ব্যতিক্রমী বিদ্যালয়! শিক্ষকদের উদ্যোগে প্রত্যেক ছাত্র-ছাত্রী পালন করা হয় জন্মদিন