'হাঁটতে যাচ্ছি' বলে বেরিয়ে গেল ছেলে, আর ফেরেনি! ফলাফলের দিনেই নিখোঁজ খড়দহের ছাত্র

Last Updated:

Student Missing : হাঁটতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল খড়দহের বাসিন্দা সপ্তম শ্রেণীর পড়ুয়া। তার স্কুলের পরিক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। চলছে খোঁজ।

ছেলের চিন্তায় পরিবারের সদস্যরা।
ছেলের চিন্তায় পরিবারের সদস্যরা।
খরদহ, উত্তর ২৪ পরগণা, সুবীর দে : হাঁটতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল সপ্তম শ্রেণীর এক পড়ুয়া। সোমবার সকালে খড়দহ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের পানশিলা খাল পাড় এলাকার বাসিন্দা সম্রাট দাস হাঁটতে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি তার।
নিখোঁজ ছাত্র সম্রাট খড়দহ কল্যাণনগর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন তার স্কুলের পরিক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে ছাত্রটি বাড়ি থেকে বেরিয়ে গেল বা কোথায় গেল, সেব্যাপারে এখনও পর্যন্ত কিছুই জানতে পারেননি তার পরিবারের সদস্যরা।
আরও পড়ুন : বাংলায় লেখা ছাড়া চলবেই না, মহালয়ার দিন থেকে ঝলমল করবে সাইনবোর্ড! না মানলে বড় শাস্তি
যদিও সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর নিয়েও সম্রাটের কোন খোঁজও পাওয়া যায়নি। যার ফলে উদ্বিগ্ন তার পরিবারের সদস্যরা। নিখোঁজ ওই ছাত্রের রহস্যজনক অর্ন্তধ্যানে রীতিমত হতবাক প্রতিবেশীরাও। অপরদিকে ছাত্রটির বাড়ি থেকে বেরিয়ে যাবার মুহূর্তের ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : চোখ ধাঁধানো আলোকসজ্জায় ফিরবে হারানো মূল্যবোধ! আর কী চমক থাকছে ‘কে’ সেক্টরের পুজোয়?
ইতিমধ্যেই নিখোঁজ ছাত্রটির পরিবারের তরফ থেকে রহড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ছাত্র সম্রাটের উদ্বিগ্ন মা জানিয়েছেন, ছেলের পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ফলাফলের ব্যাপারে ছেলেকে আমরা কিছুই বলিনি। তবুও ছেলে কেন বাড়ি থেকে বেরিয়ে গেল, বা কেন বাড়ি ফিরে এল না তা সঠিক বলতে পারব না। কিন্তু সবমিলিয়ে চিন্তায় রয়েছেন পরুবারের সদস্যরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'হাঁটতে যাচ্ছি' বলে বেরিয়ে গেল ছেলে, আর ফেরেনি! ফলাফলের দিনেই নিখোঁজ খড়দহের ছাত্র
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement