চোখ ধাঁধানো আলোকসজ্জায় ফিরবে হারানো মূল্যবোধ! আর কী চমক থাকছে 'কে' সেক্টরের পুজোয়?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
Asansol Durga Puja 2025 : আসানসোলে বিগ বাজেটের পুজোর অন্যতম নজর কাড়া থিম ‘সৃষ্টি’। 'সৃষ্টি' অর্থাৎ সমাজে নতুন কিছু তৈরির ভাবনা। এবার সেই নতুন কিছু ‘সৃষ্টি’ দিয়ে ফুটিয়ে তোলা হবে পুজোর মণ্ডপ।
আসানসোল, রিন্টু পাঁজা : রৌদ্রজ্জ্বল আকাশ, পেঁজা তুলোর মেঘের ঘনঘটা। আকাশে বাতাসে বইছে পুজোর গন্ধ। ক্যালেন্ডারের পাতা বলছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরে বাঙালি মেতে উঠবে শারদ উৎসবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেনাকাটা। বনেদি বাড়ির পুজোর পাশাপাশি থিমের পুজোতে মণ্ডপে মণ্ডপে চলছে জোর কদমে প্রস্তুতি। এবার আসানসোলে বিগ বাজেটের পুজোর অন্যতম নজর কাড়া থিম ‘সৃষ্টি’।
‘সৃষ্টি’ অর্থাৎ সমাজে নতুন কিছু তৈরির ভাবনা। এবার সেই নতুন কিছু ‘সৃষ্টি’ দিয়ে ফুটিয়ে তোলা হবে পুজোর মণ্ডপ। এমনই অভিনব ভাবনা নিয়েছে আসানসোলের পুজো মণ্ডপ। আসানসোল কল্যাণপুর কে সেক্টর পুজো কমিটির সম্পাদক শুভদীপ মণ্ডল জানান, এ বছর আমরা ৩৯ তম বর্ষে পদার্পণ করছি। প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটে এই মণ্ডপ তৈরি হবে। আমাদের থিম ‘সৃষ্টি’। যার ট্যাগলাইন ‘হারিয়ে যাওয়া আধুনিকতা’।
advertisement
আরও পড়ুন : বাংলায় লেখা ছাড়া চলবেই না, মহালয়ার দিন থেকে ঝলমল করবে সাইনবোর্ড! না মানলে বড় শাস্তি
এই হারিয়ে যাওয়া আধুনিকতা মানে কিছু বছর আগেও যা ছিল, এখন ফোনের যুগে সেগুলি আমরা হারিয়ে ফেলেছি। আসানসোল কল্যাণপুর কে সেক্টরের পুজো এবার ৩৯ তম বর্ষে পদার্পণ করছে। শহরে বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম এই পুজো। প্রত্যেক বছরই তারা নিত্যানতুন থিমের ভাবনা ফুটিয়ে তোলেন পুজোর মণ্ডপ। এবার তাঁদের ভাবনা ‘সৃষ্টি’, যা আধুনিকতার জোয়ারে হারিয়ে যাওয়া মূল্যবোধ ও ঐতিহ্যকে নতুন করে তৈরি করতে তাঁদের ভাবনা ‘সৃষ্টি’। সেই অনুকরণে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সমগ্র মণ্ডপটি তৈরি করা হচ্ছে বাঁশ, প্লাই, লোহার কাজ দিয়ে। থাকবে আরও অন্যান্য জিনিসের কাজ। সমগ্র মণ্ডপটি চোখ ধাঁধানো আলোকসজ্জা দিয়ে ভরিয়ে তোলা হবে। প্রতিমা প্রত্যেক বছর সাবেকিয়ানার ধাঁচে তৈরি করা হয়, থাকে ডাকের সাজ। তাই এবারে পুজোয় দর্শনার্থীরা এলে দেখতে পাবেন একটি নতুন ‘সৃষ্টি’, যা আপনাকে আকর্ষণ করবে ও আগামিতে ভাল কিছু করার অনুপ্রেরণা জোগাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 9:11 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চোখ ধাঁধানো আলোকসজ্জায় ফিরবে হারানো মূল্যবোধ! আর কী চমক থাকছে 'কে' সেক্টরের পুজোয়?