খাতা কিনতে বেরিয়ে ছিল ছাত্রী, তারপরেই অপহরণের চেষ্টা! একেবারে সিনেমার কায়দায় বাঁচল ছাত্রী

Last Updated:

এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে নাদনঘাট থানার পুলিশ।

#বর্ধমান: ঠিক যেন হিন্দি সিনেমার টান টান মুহূর্ত। খাতা কিনতে স্কুলের বাইরে পা দিয়েছিল ছাত্রী। পেটের কাছে ছুরি ধরে তাকে খুন করার হুমকি দুই যুবকের। প্রাণের ভয়ে তাদের সঙ্গে হাঁটতে হয় বেশ কিছুটা পথ। এরপর মুখে ওষুধ খাইয়ে তাকে অচৈতন্য করে অপহরণের চেষ্টাও করা হয়। কিন্তু উদ্দেশ্য আর সফল হল না৷ হাত কামড়ে চম্পট দিল ছাত্রী।
সোমবার দিনে দুপুরে এমন ঘটনারই সাক্ষী থাকল নাদনঘাটের রাজীবপুর এলাকা৷ তবে কোনওক্রমে ওই যুবকদের হাতে থকে পালিয়ে প্রাণে বাঁচল ঘোলা এলাকার বাসিন্দা ইয়াসমিন খাতুন নামের ওই ছাত্রী। এই মুহূর্তে ওই ছাত্রী কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: জাগো বাংলার অনুষ্ঠানে অনুপস্থিত বাবুল সুপ্রিয়, ‘বিস্মরণ’ নিয়ে চর্চা তুঙ্গে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজীবপুর হাই স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে একটি খাতা কিনতে বেরিয়েছিল। খাতা কিনে স্কুলে ফেরার সময় হঠাৎ বাইকে করে আসা অপরিচিত ওই দুই যুবক তার রাস্তা আটকায়।  পেটে চাকু ধরে খুনের হুমকি দিয়ে বেশ কিছুটা পথ হাঁটিয়ে নিয়ে যায় তাকে। পরে একটি বাইকে চাপিয়ে তাকে নাদনঘাট ব্রিজ পর্যন্ত নিয়ে যায়। ওই ছাত্রীর মুখে ওষুধের মতো কিছু একটি ঠেলে দেওয়ারও চেষ্টা করে ওই যুবকেরা। আর এরপরেই এক যুবক বাইক থামিয়ে জল আনতে গেলে  অপর যুবকের হাতে কামড়ে কোনও ক্রমে পালিয়ে আসে ওই ছাত্রী।
advertisement
পরে নাদনঘাট মোড় থেকে একটি টোটো করে সে নাদনঘাট অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের এক বান্ধবীর কাছে হাজির হয়। সেখান থেকে তাঁকে অসুস্থ অবস্থায় কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কালনা হাসপাতালেই হাজির হয় পুলিশ। পুলিশকেও সে তাকে অপহরণের চেষ্টার পুরো ঘটনার কথা জানায়।
এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নাদনঘাট থানা পুলিশ। এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে নাদনঘাট থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খাতা কিনতে বেরিয়ে ছিল ছাত্রী, তারপরেই অপহরণের চেষ্টা! একেবারে সিনেমার কায়দায় বাঁচল ছাত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement