Business Opportunity: আর পরিযায়ী শ্রমিক হতে হবে না, পড়াশোনার সঙ্গেই সুন্দরবনে এবার ব্যবসার সুযোগ

Last Updated:

Business Opportunity: নতুন ব্যবসা কীভাবে শুরু করতে হয়, কেমন সাহায্য ব্যাঙ্ক ও বিভিন্ন সরকারি দফতর থেকে পাওয়া যায় তা তুলে ধরতে সচেতনতামূলক অনুষ্ঠান হল হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে

+
পড়াশোনার

পড়াশোনার পাশাপাশি সুন্দরবনের বেকার যুবকদের এবার ব্যবসার সুযোগ

উত্তর ২৪ পরগনা: এলাকায় কাজ না থাকায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দেয় এখানকার অনেক বেকার শিক্ষিত যুবকরাও। সেই প্রবণতা ঠেকাতে এবার পড়াশোনার পাশাপাশি কীভাবে ছাত্র-ছাত্রীরা স্বাবলম্বী হতে পারে তা নিয়ে সচেষ্ট হল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়।
নতুন ব্যবসা কীভাবে শুরু করতে হয়, কেমন সাহায্য ব্যাঙ্ক ও বিভিন্ন সরকারি দফতর থেকে পাওয়া যায় তা তুলে ধরতে সচেতনতামূলক অনুষ্ঠান হল হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে। ভারত সরকারের ক্ষুদ্র মাঝারি ও উদ্যোগ মন্ত্রকের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের ক্ষুদ্র মাঝারি ও উদ্যোগ মন্ত্রকের কলকাতা জোনের আধিকারিক সুদেষ্ণা দাস দেবনাথ সহ একাধিক আধিকারিকরা।
advertisement
advertisement
কলেজ পড়ুয়ারাও চাইলে ঋণ নিয়ে নিজস্ব উদ্যোগ শুরুর মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। ব্যাঙ্ক এবং কেন্দ্র ও রাজ্য সরকারের থেকে কেমন ধরণের সাহায্য তাঁরা পেতে পারেন সে বিষয়ে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন জানান, পড়ুয়ারা যারা চাকরি ছাড়াও স্বনির্ভর হতে চায় ব্যবসা করে, তাদের দিশা দেখানোর জন্য এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। চাঁদপাড়ার একটি সংগঠন সাহায্য করেছে এই অনুষ্ঠান করার ক্ষেত্রে।
advertisement
উল্লেখ্য, সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ সহ প্রত্যন্ত গ্রামগুলি থেকে প্রতিবছর হাজার হাজার শ্রমিক রওনা দেন তামিলনাড়ু, কেরল, চেন্নাই, আন্দামান-সহ অন্যান্য রাজ্যে। পেটের টানে ভিন্ রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে হামেশাই এখানকার মানুষদের দুর্ঘটনায় প্রাণ যাওয়ার ঘটনা ঘটে। এলাকায় তেমন কাজের সুযোগ নেই। টুকটাক কাজ করলেও পয়সা ঠিক মতো মেলে না। তবে এমন উদ্যোগের হাত ধরে সেই পরিস্থিতি পাল্টাতে পারে।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Business Opportunity: আর পরিযায়ী শ্রমিক হতে হবে না, পড়াশোনার সঙ্গেই সুন্দরবনে এবার ব্যবসার সুযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement