West Bengal Bypolls 2024: দুই ফুলের মুখোমুখি লড়াইয়ে কাঁটা 'হাত'
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
West Bengal Bypolls 2024: ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন
উত্তর দিনাজপুর: লোকসভা ভোট শেষ হতে না হতেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের দামামা বেজে গেছে। এই কেন্দ্রের আগামী ১০ জুলাই ভোট গ্রহণ হবে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যদিও তখন বিধায়ক পদে ইস্তফা দেননি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যানীকে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী করলে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে ভোটে লড়াই করেন। যদিও নির্বাচনে বিজেপির কার্তিক পালের কাছে পরাজিত হন। সেই সূত্রেই এখানে উপনির্বাচন হচ্ছে।
এই উপনির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে রায়গঞ্জ কেন্দ্রে। বিজেপি আসনটি ধরে রাখার জন্য প্রার্থী করেছে মানস ঘোষকে। অপরদিকে তৃণমূলের টিকিটে এই উপনির্বাচনে লড়াই করছেন সদ্য প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যানী। বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত।
advertisement
advertisement
বিজেপি প্রার্থী মানস ঘোষ তাঁর প্রচারে মূলত হাতিয়ার করেছেন কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস এবং ব্যাপক দুর্নীতিকে তিনি প্রচারে টেনে আনছেন। কৃষ্ণ কল্যাণী আবার রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজগুলিকে প্রচারে হাতিয়ার করছেন। অপরদিকে জোটের পক্ষ থেকে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত প্রচারে একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, রায়গঞ্জের প্রকৃত উন্নয়ন কংগ্রেসের যতদিন বিধায়ক ছিল ততদিন হয়েছে। তৃণমূল ও বিজেপি কিছুই করেনি। তারা রায়গঞ্জে এইমস হতে দেয়নি বলে মোহিতবাবু অভিযোগ করছেন।
advertisement
সব মিলিয়ে জমজমাট রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার পর্ব। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রের উপনির্বাচনে ভোট কাটাকাটির অঙ্ক যিনি মেলাতে পারবেন তিনিই জয়ী হবেন।
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2024 5:33 PM IST