কলকাতা: বংশ পরম্পরায় দুজনের জন্মই পেশাদার পুরোহিত পরিবারে। তাই ছোট্ট থেকেই বাড়িতে পুজো-আচ্চার সংস্কারে বড় হয়েছে দুই বোন।
বাবা কাকার এই জীবনযাপনে আপ্লুত হয়েই পড়াশোনার সাথে সাথে বছর খানেক আগে আচমকাই বাবার কাছে শুরু হয় পাঠ। বাড়ির বড় মেয়ের পাশাপাশি ছোট মেয়েও এগিয়ে আসে দিদির সাথে নতুন পাঠ শিখতে।
বাবার তত্বাবধানে শুরু হয় বাড়ির দুই বোনের পৌরহিত্যের শিক্ষা গ্রহণ। সেই বাবার শিক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থী দিদি এবার স্কুলের সরস্বতী পুজোর পুরোহিত।
আরও পড়ুন- নেতাজিকে সাহায্য করেছিলেন এই স্বাধীনতা সংগ্রামী, গোবিন্দ প্রসাদ সিংহের অজানা কথা
স্কুলের শিক্ষিকাকদের কাছে দশম শ্রেণীর ছাত্রী ছোটবোনের আবেদন, সে চায় দিদিকে সহযোগিতা করতে । ছোট বোনের আবদার ফেরায়নি স্কুল। বৃহস্পতিবার শুক্লা পঞ্চমী তিথিতে ওই দুই বোনের হাত ধরেই পুষ্পাঞ্জলি দিল বালি বঙ্গশিশু বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা।
দুই ছাত্রীর পৌরোহিত্যের কর্মকাণ্ড দেখতে সকাল থেকেই শিক্ষিকাদের উপস্থিত দেখা গেল স্কুলে । বাদ পড়েনি অশিক্ষক কর্মীরাও। বিদ্যালয়ের শিক্ষিকাদের কথায়, ‘‘শিক্ষার দেবীকে পুজো করবে শিক্ষার্থী। এর থেকে বড় পাওনা আর কী হতে পারে!
শিক্ষিকাদের পাশাপাশি উচ্ছ্বসিত স্কুলের পড়ুয়ারাও। পড়ুয়ারা জানায়, এতদিন দেখেছি পুরোহিত মশাই পুজো করেছেন, এবার পুরোহিত হচ্ছে স্কুলের পড়ুয়া দিদিরা।
দুই বোনের সহপাঠীরা পুজোর ধরণ দেখে তো হতবাক, মেয়েরাও এটা পারে, তা তাদের কাছে কিছুটা অজানাই ছিল, আজ এমন দৃশ্য দেখে চোখ সার্থক হল বলে তাদের দাবি ।
বালি নর্থ ঘোষপাড়ার বাসিন্দা শঙ্কর চক্রবর্তীর দুই মেয়ে দেবদত্তা ও দেবারতি। এবার মাধ্যমিক দেবে দেবদত্তা, আর দশম শ্রেণিতে উঠেছে দেবারতি। পড়াশোনার ফাঁকে মাঝেমধ্যেই দুই বোন শাড়ি পরে, গলায় উত্তরীয় ঝুলিয়ে বাবার সঙ্গে যায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে।
আরও পড়ুন- বর্ধমানের সভায় রেকর্ড সংখ্যক উপভোক্তার হাতে পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী
শিব, নারায়ণ পুজোতেও বাবার সঙ্গ দিয়েছে সে। দেবদত্তা বলে, একবার এক ‘শ্রাদ্ধের পারলৌকিক কাজে গিয়ে আমি গীতা পাঠ করেছি।’’ ২০২২ সাল থেকে পুরোদমেই বাবার কাজে সঙ্গ দিয়েছি ।
সোশ্যাল মিডিয়াতে দুই পড়ুয়ার এমন কীর্তি চোখে পড়ার পরই স্কুলের শিক্ষিকা সোনালী দত্ত স্কুলের টিচার-ইনচার্জ নবালী ভট্টাচার্যের কাছে আবেদন জানান। সেই আবেদনে সম্মতি জানিয়ে সমস্ত শিক্ষিকা মিলে সিদ্ধান্ত নেন, ওই দুই ছাত্রীই হবে এবারের সরস্বতী পুজোর পুরোহিত।
শিক্ষিকারা ডেকে পাঠান দেবদত্তা ও দেবারতির মা কৃষ্ণা চক্রবর্তীকে। দুই মেয়ের স্কুলের দিদিমণিদের আবেদনে সারাদিয়ে দুই মেয়েকে স্কুলের পুজো করার সম্মতি দেয় পড়ুয়াদের পরিবার ।
প্রায় ৯৭ বছরের পুরনো স্কুল এবার সব রীতি বদলে আধুনিক ঐতিহ্যের সূত্রপাত ঘটল। দুই পড়ুয়া পুরোহিতের দাবি, এই প্রথম বাবাকে ছাড়াই একা একা পুজো করলাম, তাও আবার শিক্ষিকা ও বন্ধুদের সামনে।
সামনেই জীবনের বড় পরীক্ষার আগেই এই বৃহৎ পরীক্ষায় এমন মসৃন ভাবে উৎরাতে পারব, তা নিয়ে একটু সংশয় থাকলেও বাবা শিক্ষা নিষ্ঠা আজ আমাদের অনেক বড় স্বপ্ন সফল করে দিল । কথা বলতে বলতে চোখের কোনটা চিকচিক করে উঠছিল দেবদত্তার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah, Saraswati Puja 2023