ভেঙে পড়তে পারে ক্লাসরুম! আতঙ্কে স্কুলেই যেতে ভয় হরিশ্চন্দ্রপুরের পড়ুয়াদের
- Published by:Suvam Mukherjee
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
School: হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শ্রেণিকক্ষের অবস্থা বেশ খারাপ।
#মালদহ: দেওয়ালে ফাটল! যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে৷ সেই আতঙ্কে স্কুলে হাজিরা কমছে পড়ুয়াদের। মালদহের হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সম্প্রতি, মালদহের সহ রাজ্যের দুই জেলায় স্কুলে পাঁচিল ধসে দুই ছাত্রের মৃত্যুর ঘটনাতে আরও বেড়েছে আতঙ্ক। শিশুদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরাও। অবিলম্বে স্কুলের ভবন সংস্কারের দাবি করেছেন অভিভাবকরা।
জানা গিয়েছে, হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শ্রেণিকক্ষের অবস্থা বেশ খারাপ। বেশ কয়েক জায়গায় দেওয়ালে ফাটল ধরে রয়েছে। ছাদেও চির ধরেছে। স্কুলের ভবন তৈরির জন্য বরাদ্দ হয়েছিল কয়েক লক্ষ টাকা। অভিযোগ, ঠিকাদারি সংস্থা সেই কাজ অসম্পূর্ণ রেখে চলে যায়। এরপর থেকে আর কাজ হয়নি। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মালদহ জেলা প্রশাসন।
advertisement
বিদ্যালয় সূত্রে খবর, ২০১৭ সালে বন্যার সময় ফাটল সৃষ্টি হয় স্কুল ভবনে। সেই সময় এক স্থানীয় এক প্রভাবশালী নেতার ঠিকাদারি সংস্থা সংস্কারের বরাত পায়। কিন্তু, ওই ঠিকাদারি সংস্থা কাজ শেষ করেনি বলে অভিযোগ অভিভাবকদের। এমনকি বারবার বলেও কাজ হয়নি। এই অবস্থায় কবে স্কুলের শ্রেণিকক্ষ বা ছাদের সংস্কার হবে তা অনিশ্চিত। বিষয়টি নিয়ে আতঙ্কে ছিলেন অভিভাবকেরাও৷ স্কুলে শিশুদের পাঠানো কতটা নিরাপদ এই বিষয়টি ভাবাচ্ছে অভিভাবকদেরও।
advertisement
advertisement
অভিভাবকদের একাংশের অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ার জন্যই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফাটল হয়ে থাকতে পারে। এর মধ্যে কোনওরকম দুর্নীতি রয়েছে কিনা তা তদন্ত করে দেখার দাবি তুলেছেন তাঁরা।
advertisement
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদিকুল হক বলেন, ২০১৭ সালে বন্যার সময় ফাটল তৈরি হয়। যে ঠিকাদারি সংস্থা কাজ করছিল, তাঁরা কাজ অসম্পূর্ণ রেখে চলে যায়। আমরা পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে অভিভাবকদের বলব, আতঙ্কিত না হয়ে পড়ুয়াদের স্কুলে পাঠান। জেলা প্রশাসন সূত্রে খবর, অভিভাবকদের অভিযোগ প্রকাশ্যে আসার পরে বিডিওকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে অভিভাবকদের সঙ্গেও কথা বলবে ব্লক প্রশাসন। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2022 7:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভেঙে পড়তে পারে ক্লাসরুম! আতঙ্কে স্কুলেই যেতে ভয় হরিশ্চন্দ্রপুরের পড়ুয়াদের