ভেঙে পড়তে পারে ক্লাসরুম! আতঙ্কে স্কুলেই যেতে ভয় হরিশ্চন্দ্রপুরের পড়ুয়াদের

Last Updated:

School: হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শ্রেণিকক্ষের অবস্থা বেশ খারাপ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#মালদহ: দেওয়ালে ফাটল! যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে৷ সেই আতঙ্কে স্কুলে হাজিরা কমছে পড়ুয়াদের। মালদহের হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সম্প্রতি, মালদহের সহ রাজ্যের দুই জেলায় স্কুলে পাঁচিল ধসে দুই ছাত্রের মৃত্যুর ঘটনাতে আরও বেড়েছে আতঙ্ক। শিশুদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরাও। অবিলম্বে স্কুলের ভবন সংস্কারের দাবি করেছেন অভিভাবকরা।
জানা গিয়েছে, হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শ্রেণিকক্ষের অবস্থা বেশ খারাপ। বেশ কয়েক জায়গায় দেওয়ালে ফাটল ধরে রয়েছে। ছাদেও চির ধরেছে। স্কুলের ভবন তৈরির জন্য বরাদ্দ হয়েছিল কয়েক লক্ষ টাকা। অভিযোগ, ঠিকাদারি সংস্থা সেই কাজ অসম্পূর্ণ রেখে চলে যায়। এরপর থেকে আর কাজ হয়নি। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মালদহ জেলা প্রশাসন।
advertisement
বিদ্যালয় সূত্রে খবর, ২০১৭ সালে বন্যার সময় ফাটল সৃষ্টি হয় স্কুল ভবনে। সেই সময় এক স্থানীয় এক প্রভাবশালী নেতার ঠিকাদারি সংস্থা সংস্কারের বরাত পায়। কিন্তু, ওই ঠিকাদারি সংস্থা কাজ শেষ করেনি বলে অভিযোগ অভিভাবকদের। এমনকি বারবার বলেও কাজ হয়নি। এই অবস্থায় কবে স্কুলের শ্রেণিকক্ষ বা ছাদের সংস্কার হবে তা অনিশ্চিত। বিষয়টি নিয়ে আতঙ্কে ছিলেন অভিভাবকেরাও৷ স্কুলে শিশুদের পাঠানো কতটা নিরাপদ এই বিষয়টি ভাবাচ্ছে অভিভাবকদেরও।
advertisement
advertisement
অভিভাবকদের একাংশের অভিযোগ, নিম্নমানের কাজ হওয়ার জন্যই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফাটল হয়ে থাকতে পারে। এর মধ্যে কোনওরকম দুর্নীতি রয়েছে কিনা তা তদন্ত করে দেখার দাবি তুলেছেন তাঁরা।
advertisement
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদিকুল হক বলেন, ২০১৭ সালে বন্যার সময় ফাটল তৈরি হয়। যে ঠিকাদারি সংস্থা কাজ করছিল, তাঁরা কাজ অসম্পূর্ণ রেখে চলে যায়। আমরা পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে অভিভাবকদের বলব, আতঙ্কিত না হয়ে পড়ুয়াদের স্কুলে পাঠান। জেলা প্রশাসন সূত্রে খবর, অভিভাবকদের অভিযোগ প্রকাশ্যে আসার পরে বিডিওকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। প্রয়োজনে অভিভাবকদের সঙ্গেও কথা বলবে ব্লক প্রশাসন। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভেঙে পড়তে পারে ক্লাসরুম! আতঙ্কে স্কুলেই যেতে ভয় হরিশ্চন্দ্রপুরের পড়ুয়াদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement