সন্তানের জন্ম তাঁর গর্ভ থেকে হয়নি, তাই বলে এমন নারকীয় কাণ্ড ঘটালেন সৎ মা!

Last Updated:

Murshidabad: সৎ হলেও তো মা। সেই মা কি না সন্তানকে এমন শাস্তি দিল!

সামসেরগঞ্জ: সৎ মায়ের হাতে মর্মান্তিক পরিণতি শিশুর। আট বছরের শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে।
বুধবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামে। মৃত শিশুর নাম নাজিফা খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুন- নিমপীঠের সেই মাঠে উপচে পড়ল ভিড়, কী এমন হচ্ছে!
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত সৎ মা লালমন বিবিকে আটক করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
advertisement
সামশেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের আলাউদ্দিন সেখের প্রথম স্ত্রী মানসিক ভারসাম্যহীন হওয়ায় বছর তিনেক আগে সুতি থানার ছাপঘাটি এলাকার লালমন বিবি নামে আরেক মহিলাকে বিয়ে করেন।
অভিযোগ প্রথম পক্ষের তিন সন্তান থাকায় তাদের নিয়ে প্রায়ই অশান্তি করত লালমন বিবি। মঙ্গলবার রাতে সামান্য কথা কাটাকাটি হয়। রাতে আলাউদ্দিন সেখ বাড়িতে না থাকায় লালমন বিবি নাজিফাকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। সকালে বাবা আলাউদ্দিন সেখ বাড়িতে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় কাছে গিয়ে ডাকলেই দেখে মৃত অবস্থায় পরে রয়েছে।
advertisement
শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ। আট বছরের ওই শিশুকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল সৎ মা লালমন বিবির বিরুদ্ধে। বুধবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। অভিযুক্ত সৎ মা লালমন বিবিকে আটক করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন- রাজ্যস্তরে সাফল্য অর্জন, পূর্ব বর্ধমান জেলার ১০ খুদে পুরস্কৃত
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মীয় মেরিনা বিবি বলেন, নাজিফা সন্ধ্যায় আমার কাছে পড়তে এসেছিল। একটু পড়ে ও বাড়ি চলে যায়। সকালে জানতে পারলাম ওর সৎ মা ওকে খুন করেছে। ফুটফুটে বাচ্চাটা যে এইভাবে মারা যাবে ভাবতেও পারছিনা। ওর সৎ মা ওকে নিয়ে খুব অশান্তি করত। আমি লালমন বিবির কঠোর শাস্তি চাই।
advertisement
মৃত শিশুর বাবা আলাউদ্দিন সেখ বলেন, রাতে আমি বাড়িতে ছিলাম না। আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী লালমন বিবির সঙ্গে নাজিফা ছিল। ওই আমার মেয়েকে খুন করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সন্তানের জন্ম তাঁর গর্ভ থেকে হয়নি, তাই বলে এমন নারকীয় কাণ্ড ঘটালেন সৎ মা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement