দক্ষিণ২৪পরগনা: পুষ্প প্রদর্শনীতে উপচে পড়লো ভিড়৷ নিমপীঠ বিবেকানন্দ স্পোর্টস কমপ্লেক্সের মাঠের এই প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির গোলাপ , চন্দ্রমল্লিকা, জবা, গাঁদা ছাড়াও আর বিভিন্ন ধরনের ফুল নিয়ে হাজির হয়েছেন প্রতিযোগীরা। মূলত সাধারণ মানুষের মধ্যে ফুলের প্রতি আকর্ষণ বৃদ্ধি করার লক্ষ্যে এই প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
অরিন্দম হালদার নামে প্রদর্শনীতে দেখতে আসা এক পুষ্প প্রেমী জানান, এক জায়গায় এত ধরনের ফুল দেখার ব্যবস্থা করেছেন আয়োজকরা এটা সত্যিই অসাধারণ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে গত বেশ কয়েক বছর ধরে এই পুষ্প প্রদর্শনী হয়ে আসছে। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের প্রধান-সহ অন্যরা। চলবে টানা তিন দিন।
সুমন সাহা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।