সিউড়ির বাসিন্দাদের সুখবর দিল রাজ্য পরিবহন দফতর, জেনে নিন

Last Updated:

Siuri News- সিউড়ি থেকে দুপুর দুটো ৩০ মিনিটে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবে বাস। বাসটি দুবরাজপুর,জয়দেব মোড়, ইলামবাজার, ১১ মাইল মোরবাঁধ, গুসকরা হয়ে বর্ধমান যাবে। এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের।

+
নতুন

নতুন বাস পরিষেবা

বীরভূম: বীরভূমের সদর শহর সিউড়ি। এই সিউড়ির মধ্যে অবস্থিত রয়েছে একাধিক প্রশাসনিক দফতর। তবে বীরভূমের সদর শহর সিউড়ি হলেও সিউড়ি থেকে বিভিন্ন এলাকায় রেলপথে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই দুর্বল। তবে এবার আরও অনেক সহজে সিউড়ি থেকে যাওয়া যাবে বর্ধমান। সিউড়ি থেকে বর্ধমান-সহ বিভিন্ন জায়গায় যোগাযোগের ক্ষেত্রে মূলত বাস পরিষেবার উপরই নির্ভরশীল থাকতে হয় সাধারণ মানুষদের।
কারণ সিউড়ি থেকে রেল পরিষেবা খুব একটা উন্নত নয়। বিশেষ করে কয়েকটি জায়গা ছাড়া রেলপথে অন্য শহরের সঙ্গে যোগাযোগ নেই বললেই চলে এই রেল স্টেশনের। এমন পরিস্থিতিতে যাতে সাধারণ মানুষেরা সহজেই বর্ধমান যাতায়াত করতে পারেন সেই জন্য রাজ্য পরিবহন দফতরের উদ্যোগে একটি নতুন সরকারি বাসের পরিষেবার শুভ সূচনা হল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের নতুন এই বাসটি সিএনজি চালিত।বাসটির উদ্বোধন হয় সিউড়ি বিধানসভার বিধায়ক তথা কোর কমিটির আহবায়ক বিকাশ রায় চৌধুরীর হাত দিয়ে।
advertisement
আরও পড়ুন- চন্দননগরকে টেক্কা দিল নবদ্বীপের রাসের শোভাযাত্রা, বাড়ি বসেই দেখুন ছবি!
সিউড়ির রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসস্ট্যান্ড থেকে এই বাসের উদ্বোধন করা হয়। নতুন পরিষেবা শুরু করা এই বাসটি দুপুর দুটো বেজে ৩০ মিনিট নাগাদ সিউড়ি থেকে রওনা দেবে বলে জানা যাচ্ছে। বাসটি ইলামবাজার, মোড়বাঁধ গুসকরা হয়ে বর্ধমান পর্যন্ত পরিষেবা দেবে।এই বাসটি সকাল ৭:২৫ মিনিটে বর্ধমান থেকে গুসকরা হয়ে সিউড়ির উদ্দেশ্যে রওনা দেবে।
advertisement
advertisement
আরও পড়ুন- বিয়ের নেমন্তন্নে পরিবারের সবাই, ফাঁকা বাড়ির সুযোগে দুঃসাহসিক ডাকাতি বাঁকুড়ায়
অন্যদিকে, সিউড়ি থেকে দুপুর দুটো ৩০ মিনিটে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবে বাস। বাসটি দুবরাজপুর,জয়দেব মোড়, ইলামবাজার, ১১ মাইল মোরবাঁধ, গুসকরা হয়ে বর্ধমান যাবে। এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের।
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিউড়ির বাসিন্দাদের সুখবর দিল রাজ্য পরিবহন দফতর, জেনে নিন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement