Nadia News: চন্দননগরকে টেক্কা দিল নবদ্বীপের রাসের শোভাযাত্রা, বাড়ি বসেই দেখুন ছবি!

Last Updated:
Nadia News: শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল মহিলা ঢাকীদের অসাধারণ পারফরম্যান্স। মানুষ সমান উঁচু ঢাকের উপর উঠে তিনটে ঢাক দিয়ে একজন মহিলার ঢাক বাজানো আলাদা মাত্র এনে দেয় শোভাযাত্রায়।
1/9
চন্দননগরকে ছাপিয়ে গেল নবদ্বীপের রাসের কার্নিভাল। আলোকসজ্জা থেকে শুরু করে নৃত্য পরিবেশনা সবেতেই দর্শনার্থীদের মন কাড়লো সরকারপাড়া নিশান ক্লাব।
চন্দননগরকে ছাপিয়ে গেল নবদ্বীপের রাসের কার্নিভাল। আলোকসজ্জা থেকে শুরু করে নৃত্য পরিবেশনা সবেতেই দর্শনার্থীদের মন কাড়লো সরকারপাড়া নিশান ক্লাব।
advertisement
2/9
এতদিন পর্যন্ত চন্দননগরে এই সমস্ত অত্যাধুনিক মানের আলোকসজ্জা দেখা যেত, তবে সেই আলোসজ্জায় এবার রাসের কার্নিভালে দেখতে পেলেন নবদ্বীপের দর্শনার্থীরা
এতদিন পর্যন্ত চন্দননগরে এই সমস্ত অত্যাধুনিক মানের আলোকসজ্জা দেখা গেলেও, এই আলোকসজ্জা আবার রাসের কার্নিভালে দেখতে পেলেন নবদ্বীপের দর্শনার্থীরা।
advertisement
3/9
কার্নিভালে ছিল একাধিক লাইভ স্ট্যাচুও। যার মধ্যে ছিল মৎস্যকন্যা, পড়ি, সৈনিক, স্বামী বিবেকানন্দ ইত্যাদি।
কার্নিভালে ছিল একাধিক লাইভ স্ট্যাচুও। যার মধ্যে ছিল মৎস্যকন্যা, পড়ি, সৈনিক, স্বামী বিবেকানন্দ ইত্যাদি।
advertisement
4/9
কার্নিভালে অংশগ্রহণকারী ছোট থেকে বড় সকল বয়সের মহিলারা। মহিলাদের সাজসজ্জায় কার্নিভালে এনে দিয়েছিল বাড়তি সৌন্দর্য।
কার্নিভালে অংশগ্রহণকারী ছোট থেকে বড় সকল বয়সের মহিলারা। মহিলাদের সাজসজ্জায় কার্নিভালে এনে দিয়েছিল বাড়তি সৌন্দর্য।
advertisement
5/9
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে রাই কিশোরী নৃত্যের একটি বিশেষ দল। সমগ্র নবদ্বীপ শহর জুড়ে গানের তালে তালে নৃত্য পরিবেশনা করছিলেন তারা।
বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে রায় কিশোরী নৃত্যের একটি বিশেষ দল। সমগ্র নবদ্বীপ শহর জুড়ে গানের তালে তালে নৃত্য পরিবেশনা করেছিলেন তারা।
advertisement
6/9
তবে শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল মহিলা ঢাকীদের অসাধারণ পারফরম্যান্স। মানুষ সমান উঁচু ঢাকের ওপর উঠে তিনটি ঢাক নিয়ে একজন মহিলার ঢাক বাজানো আলাদা মাত্রা এনে দেয় শোভাযাত্রায়।
তবে শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল মহিলা ঢাকীদের অসাধারণ পারফরম্যান্স। মানুষ সমান উঁচু ঢাকের উপর উঠে তিনটে ঢাক দিয়ে একজন মহিলার ঢাক বাজানো আলাদা মাত্র এনে দেয় শোভাযাত্রায়।
advertisement
7/9
তবে সরকারপাড়া নিশান ক্লাবের এ বছরের বিশেষ আকর্ষণ ছিল এই প্রদর্শনীটি। যেখানে একটি হুড খোলা গাড়ির ওপরে উঠে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন একটি মহিলা এবং গাড়ির পাশে রয়েছেন ছয় থেকে সাত জন দেহরক্ষী!
তবে সরকারপাড়া নিশান ক্লাবের এ বছরের বিশেষ আকর্ষণ হয় এই প্রদর্শনীটি। যেখানে একটি হুড খোলা গাড়ির উপরে উঠে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন একজন মহিলা এবং গাড়ির পাশে রয়েছেন ছয় থেকে সাত জন দেহরক্ষী।
advertisement
8/9
মহিলা ঢাকীর অসাধারণ পারফরমেন্সে খুশি হয়ে নিজের হাতে পুরস্কার তুলে দিলেন নবদ্বীপের পৌরপতি বিমান কৃষ্ণ সাহা।
মহিলা ঢাকির অসাধারণ পারফরমেন্সে খুশি হয়ে নিজের হাতে পুরস্কার তুলে দিলেন নবদ্বীপের পৌরপতি বিমান কৃষ্ণ সাহা।
advertisement
9/9
এছাড়াও শোভা যাত্রায় মানুষকে জানানো হয়েছে রাজ্য সরকারের একাধিক প্রকল্পগুলির সম্পর্কে। যাতে প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা তাদের মধ্যে আরও বৃদ্ধি পায়।
এছাড়াও শোভাযাত্রায় মানুষকে জানানো হয়েছে রাজ্য সরকারের একাধিক প্রকল্পগুলির সম্পর্কে।। যাতে প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা তাদের মধ্যে আরও বৃদ্ধি পায়।
advertisement
advertisement
advertisement