Hooghly News: মাসে খরচ মাত্র ৫০০ টাকা! রোগীর প্রাণ বাঁচাতে চাইলে আপনি দত্তক নিতে পারবেন কাউকে

Last Updated:

সে মাত্র ৫০০ টাকা খরচে যে কেউ দত্তক নিতে পারবেন একজন রোগীকে

+
টিবি

টিবি নিরাময়ে বৈঠক

হুগলি: হুগলি জেলা শিল্প নগরী হওয়ার কারণে অন্যান্য এলাকার থেকে এই এলাকায় টিবি রোগের প্রবণও তো অনেক বেশি। শুধু রোগের প্রবণতা নয়, এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হারও হুগলি জেলায় অন্যান্য জেলার থেকে বেশ অনেকটাই বেশি। সে কারণে টিবি রোগ বা টিউবারকিলোসিস মারণ রোগ থেকে রোগীদের বাঁচানোর জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করল জেলা স্বাস্থ্য দফতর। এবার থেকে দত্তক নেওয়া যাবে টিবি রোগীদের। মাসে মাত্র ৫০০ টাকা খরচে যে কেউ দত্তক নিতে পারবেন একজন রোগীকে। এর ফলে প্রাণ বাঁচবে অনেক মুমুর্ষ রোগীর।
২০২৫ সালের মধ্যে যক্ষা নির্মূল করতে ঝাঁপিয়েছে স্বাস্থ্য দফতর। সেই লক্ষ্যে সচেতনা প্রচারের পাশাপাশি একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে। হুগলি জেলাতেও চলছে সেই কর্মসূচী। হুগলি সার্কিট হাউসে জেলা টিবি ফোরামের মিটিং অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষা নির্মূল প্রোগ্রামের অন্তর্গত এই কর্মসূচীতে হুগলিতে টানা ১০০ দিন বিশেষ কর্মসূচী নেওয়া হয়। যক্ষা উপসর্গ আছে এমন ব্যক্তিদের চিহ্নিত করে পরীক্ষা করানো থেকে আক্রান্তদের চিকিৎসা শুরু হয় ২৪ ঘন্টার মধ্যে।
advertisement
advertisement
হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক মৃগাঙ্ক মৌলি কর জানান, “হুগলি জেলায় টিবির প্রবণতা আগে থেকেই বেশি। কারণ গঙ্গার পাড়ে বিভিন্ন কলকারখানা আছে। বিশেষ করে জুটমিল এলাকায় শ্রমিকরা যে ভাবে থাকে তা খুবই অস্বাস্থ্যকর। টিবি সঠিক সময়ে ধরা না পড়া, পড়লেও চিকিৎসা শুরু হওয়ার পর তা নিয়মিত না করা, যার ফলে মৃত্যু। মানুষকে সচেতন করতে পারলে মানুষ নিজে থেকে সচেতন হলেই এই টিবি নির্মূল করা যাবে। টিবির উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা করাতে হবে। সেক্ষেত্রে কফ পরীক্ষা, ন্যাট পরীক্ষা, বুকের এক্সরে করে যদি ধরা পড়ে। তারপর দ্রুত চিকিৎসা শুরু করলে ছয় মাস ওষুধ খেলে টিবি সারবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
টিবি রোগিকে পুষ্টিকর খাবার দিতে হয়। তার জন্য সরকারি তরফে এক হাজার টাকা করে বরাদ্দ আছে। যেখানে সাধারণ ওষুধ কাজ করে না, সেখানে ভর্তি করে তাদের চিকিৎসা করাতে হয় এটা একটা সমস্যা। হুগলি জেলায় মৃত্যু হার অনেক বেশি ছিল সেটা কমিয়ে আনা গেছে। গত বছর ২৮৫ জনের মৃত্যু হয়েছে টিবি আক্রান্ত হয়ে।চলতি বছরে সংখ্যাটা এখনও পর্যন্ত ২৫ জন। বর্তমানে সাড়ে তিন হাজার চিকিৎসাধীন রয়েছে।
advertisement
মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “গত তিন মাস ধরে টিবি চিহ্নিতকরণে স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছিল। আমরা স্ক্রিনিং করেছি। আগে টিবির চারটি উপসর্গের কথা বলতাম। এখন টেন এস বা দশটি উপসর্গের কথা বলছি। যার ফলে সামান্য উপসর্গ থাকলেও কেউ যেন চিকিৎসার বাইরে না থাকে। এই স্পেশাল ড্রাইভে আমরা ১৬৩০ জন রোগি খুঁজে পেয়েছি। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত চিহ্নিত করা যায় যে টিবি আক্রান্ত কারা। তাহলে তাদের চিকিৎসা দ্রুত শুরু করা যাবে। দেখা গেছে দেরীতে শনাক্ত হওয়ার কারণে ৪০ শতাংশ টিবি আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। একজন কারো টিবি হলে সেটা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। ফলে বাড়ির অন্যদেরও হতে পারে। সেটা লুকিয়ে গেলে নিজের এবং সমাজের ক্ষতি।”
advertisement
তিনি আরও জানান, “দেখা গেছে, সমাজে আর্থিকভাবে দুর্বল যারা তাদের মধ্যেই টিভি রোগের প্রাদুর্ভাব বেশি। তাই একটি প্রকল্প আছে নিক্সায় মিত্র। সেখানে যে কেউ টিবি রোগীকে দত্তক নিতে পারেন। মাসে ৫০০ টাকা করে তাদের পুষ্টিকর খাবার কিনে দিলে ছয় মাসে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খেয়ে সুস্থ হয়ে উঠবে রোগী। আমরা আশা করছি আগামী বছরের মধ্যে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।”
advertisement
এদিন সার্কিট হাউসে উপস্থিত ছিলেন, এডিএম জেলা পরিষদ অনুজ প্রতাপ সিং, সিএমওএইচ মৃগাঙ্ক মৌলি কর, ডেপুটি সিএমওএইচ-২ দেবযানী বসু মল্লিক, হু এর প্রতিনিধি, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন এনজিও, দুর্বার মহিলা সমিতি, টিবি জয়ীরা।
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মাসে খরচ মাত্র ৫০০ টাকা! রোগীর প্রাণ বাঁচাতে চাইলে আপনি দত্তক নিতে পারবেন কাউকে
Next Article
advertisement
Chandranath Sinha: সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
  • মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি অ্যাটাচ করল ইডি৷

  • সাড়ে তিন কোটির সম্পত্তি অ্যাটাচ করল

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পদক্ষেপ৷

VIEW MORE
advertisement
advertisement