bus accident in Burdwan: ব্রেক মারার পরও দাঁড়াল না কেন সরকারি বাস? জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীরা
- Published by:Teesta Barman
- Written by:Saradindu Ghosh
Last Updated:
বাসটি কলকাতা থেকে যাত্রী নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে তারাপীঠ যাচ্ছিল। গলসির সারুল মোড়ে আচমকা একটি লরি ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে।
গলসি: ফের জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই সরকারি বাস। বুধবার দুপুরে বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের গলসিতে দুর্ঘটনায় পড়ে সরকারি বাসটি। দুর্ঘটনায় আহত হয় পাঁচ জন বাসযাত্রী।
গলসির সারুল মোড়ে যাত্রী বোঝাই বাসটি দুর্ঘটনার কবলে পড়লেও বরাত জোরে রক্ষা পান বাসের যাত্রীরা। পুলিশ তাঁদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
advertisement
বাসটি কলকাতা থেকে যাত্রী নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে তারাপীঠ যাচ্ছিল। গলসির সারুল মোড়ে আচমকা একটি লরি ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। ফলে বাসের ভিতরে বসে থাকা যাত্রীরা আঘাত পান।
advertisement
যাত্রীরা বলছেন, ''এই জেলায় দুর্ঘটনা যেন থামছেই না। কাটোয়ার পর এবার গলসিতে দুর্ঘটনা ঘটল। নিত্যযাত্রীরা বলেন, বুধবার গলসির সারুলের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে সরকারি বাসটি । নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসটি সামনে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় বেশ কয়েক জন বাসযাত্রী আহত হয়েছেন। তাঁদের পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাসের যান্ত্রিক ত্রুটি না কি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
৫ জনের বেশি আঘাত লাগে। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কাটোয়ার দুর্ঘটনার পর বাসের যান্ত্রিক ত্রুটি সামনে এসেছিল। এবার সরকারি বাসের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে। এবার সরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ায় তার ফিটনেস নিয়েও প্রশ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 3:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
bus accident in Burdwan: ব্রেক মারার পরও দাঁড়াল না কেন সরকারি বাস? জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীরা