SSC Supreme Court Verdict: একেই ফাঁকা পড়ে শূন‍্যপদ, এবার একযোগে ১৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল! সুপ্রিম কোর্টের রায়ে বড় বিপাকে তমলুকের এই স্কুল

Last Updated:

একেই শূন‍্যপদে নিয়োগ হয়নি। উপরন্তু একযোগে ১৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। রীতিমতো বিপাকে তমলুক ময়নার একটি স্কুলের কর্তৃপক্ষ।

একেই ফাঁকা পড়ে শূন‍্যপদ, এবার একযোগে ১৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল! সুপ্রিম কোর্টের রায়ে বড় বিপাকে তমলুকের এই স্কুল
একেই ফাঁকা পড়ে শূন‍্যপদ, এবার একযোগে ১৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল! সুপ্রিম কোর্টের রায়ে বড় বিপাকে তমলুকের এই স্কুল
তমলুক: একেই শূন‍্যপদে নিয়োগ হয়নি। উপরন্তু একযোগে ১৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। রীতিমতো বিপাকে তমলুক ময়নার একটি স্কুলের কর্তৃপক্ষ। একসঙ্গে ১৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় একাধিক স্কুল পরিচালনায় প্রবল সমস‍্যায় মুখে স্কুল কতৃপক্ষ।
সূত্রের খবক, তমলুকের ময়নার বলাইপণ্ডার এলাকার ময়না বিবেকানন্দ বিদ্যাপীঠ গার্লস স্কুলের মোট ছাত্রী সংখ্যা ১৭০০ জন। শিক্ষক-শিক্ষিকা, সহশিক্ষক মিলে স্কুলে আজ সকাল পর্যন্ত মোট ৩৩ জন ছিলেন । আজ সুপ্রিম কোর্টের রায়ের পর ১৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন প্রধান শিক্ষিকা মধুমিতা ভঞ্জ মণ্ডল।
advertisement
advertisement
প্রধান শিক্ষিকা বলেন, ‘‘আমাদের স্কুলের ছাত্রীদের সংখ্যা অনেক, এক যোগে এত জন শিক্ষক চলে যাওয়ায় আমরা স্কুল চালাব কী করে। এতগুলো ক্লাস নেব কী করে।’’ উল্লেখ্য, এই স্কুলে এমনিতেই ১০ জন শিক্ষকের শূন্যপদে দীর্ঘদিনই নিয়োগ হয়নি।
প্রসঙ্গত, ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার স্কুল চালানোয় সমস‍্যার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ‍্যের একধিক স্কুলে। বর্ধমানের নিবেদিতা কন্যা বিদ্যালয়েও শীর্ষ আদালতের রায়ে সমস্যার সৃষ্টি হয়েছে। উচ্চ মাধ্যমিকে দু’জন এবং মাধ্যমিকে একজন শিক্ষিকার চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ের ফলে। চাকরি গিয়েছে আরও একজন চতুর্থ শ্রেণির কর্মীর।
advertisement
এই রায়ের ফলে স্কুলের পঠনপাঠনে সমস্যা হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা মণ্ডল কোনার। তিনি জানান, ‘‘এর ফলে এডুকেশন ও সংস্কৃত বিষয়ে পড়ানো নিয়ে সমস্যা হবে। ছাত্রীর সঙ্গে শিক্ষকের অনুপাত এখানে কম আছে। বছরের মাঝে নতুন রুটিন তৈরি করতে হবে। চতুর্থ শ্রেণির কর্মীর অভাবে কাজে অসুবিধা হবে। এমনকি এদের কাছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা দেখার নির্দেশ এসেছে। সে ক্ষেত্রেও সমস্যা হবে।’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC Supreme Court Verdict: একেই ফাঁকা পড়ে শূন‍্যপদ, এবার একযোগে ১৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল! সুপ্রিম কোর্টের রায়ে বড় বিপাকে তমলুকের এই স্কুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement