East Medinipur News: সদ্য চাকরিহারা শিক্ষকদের পাশে প্রাক্তন প্রধান শিক্ষক! বিরাট দায়িত্ব কাঁধে তুলে নিলেন

Last Updated:

এ বিষয়ে তিনি জানান, সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ছেলেমেয়েদের জন্য বিনা বেতনে সারা বছর পড়াশোনা, পোশাক, বই, খাতা, পেন, পেন্সিল সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন।

+
প্রাক্তন

প্রাক্তন প্রধান শিক্ষক অয়নেন্দু ঘটক 

কোলাঘাট: সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যজুড়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় দেড় হাজারেরও বেশি এই ধরনের মানুষ চাকরি হারিয়েছেন। সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীর পাশে দাঁড়ালেন পূর্ব মেদিনীপুর জেলার এক প্রাক্তন প্রধান শিক্ষক। তাদের পরিবারের ছেলেমেয়ের পড়াশোনার যাবতীয় দায়িত্ব তুলে নিলেন তিনি।
পরিবার নিয়ে দুশ্চিন্তায় চাকরিহারা শিক্ষকেরা। এই পরিস্থিতিতে চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিলেন কোলাঘাটের প্রাক্তন প্রধান শিক্ষক অয়নেন্দু ঘটক। প্রধান শিক্ষক হিসাবে তিনি চাকরি জীবন থেকে অবসর নেন। তারপর গড়ে তোলেন কোলাঘাটের রাইন গ্রামে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন। বেসরকারি প্রতিষ্ঠান হলেও এই শিক্ষা প্রতিষ্ঠান মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিতফলে সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীর পাশে দাঁড়াতে তাদের পরিবারের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন তিনি।
advertisement
আরও পড়ুন: চলতি মাসে কি বেতন পাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা? কী বলছে আইন, নবান্নেরই বা মত কোনটা, বর্ধিত DA নিয়েও সিদ্ধান্ত
এ বিষয়ে তিনি জানান, সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ছেলেমেয়েদের জন্য বিনা বেতনে সারা বছর পড়াশোনা, পোশাক, বই, খাতা, পেন, পেন্সিল সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন।যতক্ষণ না চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আর্থিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন, ততদিন তিনি তাদের সন্তানদের পড়াশোনার সমস্ত দায়ভার নেবেন। এই বিষয়টি সমাজ মাধ্যমে প্রকাশ করার পর, কোলাঘাট এলাকার বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকারা যোগাযোগ করেছে বলে জানান তিনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: সদ্য চাকরিহারা শিক্ষকদের পাশে প্রাক্তন প্রধান শিক্ষক! বিরাট দায়িত্ব কাঁধে তুলে নিলেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement