East Medinipur News: সদ্য চাকরিহারা শিক্ষকদের পাশে প্রাক্তন প্রধান শিক্ষক! বিরাট দায়িত্ব কাঁধে তুলে নিলেন
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
এ বিষয়ে তিনি জানান, সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ছেলেমেয়েদের জন্য বিনা বেতনে সারা বছর পড়াশোনা, পোশাক, বই, খাতা, পেন, পেন্সিল সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন।
কোলাঘাট: সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যজুড়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় দেড় হাজারেরও বেশি এই ধরনের মানুষ চাকরি হারিয়েছেন। সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীর পাশে দাঁড়ালেন পূর্ব মেদিনীপুর জেলার এক প্রাক্তন প্রধান শিক্ষক। তাদের পরিবারের ছেলেমেয়ের পড়াশোনার যাবতীয় দায়িত্ব তুলে নিলেন তিনি।
পরিবার নিয়ে দুশ্চিন্তায় চাকরিহারা শিক্ষকেরা। এই পরিস্থিতিতে চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিলেন কোলাঘাটের প্রাক্তন প্রধান শিক্ষক অয়নেন্দু ঘটক। প্রধান শিক্ষক হিসাবে তিনি চাকরি জীবন থেকে অবসর নেন। তারপর গড়ে তোলেন কোলাঘাটের রাইন গ্রামে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন। বেসরকারি প্রতিষ্ঠান হলেও এই শিক্ষা প্রতিষ্ঠান মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিতফলে সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীর পাশে দাঁড়াতে তাদের পরিবারের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিলেন তিনি।
advertisement
আরও পড়ুন: চলতি মাসে কি বেতন পাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা? কী বলছে আইন, নবান্নেরই বা মত কোনটা, বর্ধিত DA নিয়েও সিদ্ধান্ত
এ বিষয়ে তিনি জানান, সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের ছেলেমেয়েদের জন্য বিনা বেতনে সারা বছর পড়াশোনা, পোশাক, বই, খাতা, পেন, পেন্সিল সমস্ত কিছু দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছেন।যতক্ষণ না চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আর্থিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন, ততদিন তিনি তাদের সন্তানদের পড়াশোনার সমস্ত দায়ভার নেবেন। এই বিষয়টি সমাজ মাধ্যমে প্রকাশ করার পর, কোলাঘাট এলাকার বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকারা যোগাযোগ করেছে বলে জানান তিনি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 1:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: সদ্য চাকরিহারা শিক্ষকদের পাশে প্রাক্তন প্রধান শিক্ষক! বিরাট দায়িত্ব কাঁধে তুলে নিলেন