SSC Exam: কী মর্মান্তিক! স্ত্রীকে SSC পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু শিক্ষক স্বামীর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
SSC Exam: গুরুতর অবস্থার রাস্তায় লুটিয়ে পড়েন বাবা। প্রাণে বাঁচে মেয়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করেও শেষরক্ষা হয়নি।
মুর্শিদাবাদ: কী মর্মান্তিক! স্ত্রীকে SSC পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু শিক্ষক স্বামীর। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মুর্শিদাবাদের ভাকুড়ি ১২ নম্বর জাতীয় সড়কের উপর।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম মনিরুল ইসলাম, বহরমপুরের ভাকুড়ি এলাকায় থাকেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ভ্যানটি আটক করা হয়েছে।
আরও পড়ুন: ‘দেখি অ্যাডমিটটা’, গর্ভবতী SSC পরীক্ষার্থীর চিন্তা দূর করতে পুলিশ যা করল, জানলে গর্ব হবে!
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের মনিরুল ইসলাম বেসরকারি স্কুলের শিক্ষক বলে জানাযায়। রবিবার স্ত্রী সেলিনা বিবির এসএসসি নবম-দশম শ্রেণী বিভাগে পরীক্ষা ছিল। স্ত্রীকে বহরমপুর কেএন কলেজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে স্কুটিতে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম ও তাঁর মেয়ে। বহরমপুরের ভাকুড়ি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে একটি খড় বোঝাই ভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মনিরুল ইসলাম।
advertisement
advertisement
আরও পড়ুন: আবেদনকারী ৩ লক্ষ ১৯ হাজারের বেশি, কিন্তু SSC পরীক্ষায় বসলেন কত জন? চমকে ওঠা তথ্য কমিশনের! SSC চেয়ারম্যানের বড় দাবি
গুরুতর অবস্থার রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। প্রাণে বাঁচে মেয়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। ভ্যানটি আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরীক্ষা সেন্টার থেকে বেড়িয়ে স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী ছুটে আসেন হাসপাতালে। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী।
advertisement
প্রণব বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 8:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SSC Exam: কী মর্মান্তিক! স্ত্রীকে SSC পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু শিক্ষক স্বামীর