পুলিশের পাশাপাশি কালো পোশাকের ‘বাউন্সার’ কারা? দুর্গাপুরে SSC পরীক্ষা ঘিরে বিতর্কের ঝড়

Last Updated:

এই ‘বাউন্সার’ থাকাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। রাজ্য পুলিশের নিরাপত্তার পাশাপাশি কেন ছিল বাউন্সার? এই নিয়েই বেধেছে বিতর্ক

পুলিশের পাশাপাশি কালো পোশাকের ‘বাউন্সার’ কারা? দুর্গাপুরে SSC পরীক্ষা ঘিরে বড় বিতর্ক
পুলিশের পাশাপাশি কালো পোশাকের ‘বাউন্সার’ কারা? দুর্গাপুরে SSC পরীক্ষা ঘিরে বড় বিতর্ক
দুর্গাপুর: দুর্গাপুরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাকে ঘিরে জোর বিতর্ক। সূত্রের খবর, দুর্গাপুরের এসএসসি পরীক্ষায় কলেজের ভেতর কালো পোশাক পরা আইডেন্টিটি কার্ড ঝলানো যুবক-যুবতী, যারা নিজেদের পরিচয় দিলেন ‘বাউন্সার’ বলে। এই ‘বাউন্সার’ থাকাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। রাজ্য পুলিশের নিরাপত্তার পাশাপাশি কেন ছিল বাউন্সার? এই নিয়েই বেধেছে বিতর্ক।
সূত্রের খবর, রাজ্য পুলিশের নিরাপত্তার পাশাপাশি বাউন্সার থাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলেনি। ফেসবুক প্রোফাইলে দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজে পরীক্ষা কেন্দ্রের ভেতর বাউন্সারদের ছবি সোশ্যাল মিডিয়া তোলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। সেই ছবি ছড়িয়ে পড়তেই বিতর্কের সূত্রপাত।
advertisement
advertisement
প্রসঙ্গত, দুর্গাপুরের মাইকেল মধুসূদন কলেজে (SSC) স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা চলছে। সেখানেই ওই ভিডিও করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, কলেজের ভেতর কালো পোশাক পরে আইডেন্টিটি কার্ড। ক্যামেরার সামনে নিজেদের বাউন্সার বলেই দাবী করলেন কালো পোষাকের যুবকরা, এমনটাই জানা গিয়েছে জেপি বিধায়কের ভিডিও সূত্রে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশের পাশাপাশি কালো পোশাকের ‘বাউন্সার’ কারা? দুর্গাপুরে SSC পরীক্ষা ঘিরে বিতর্কের ঝড়
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement