Sreebhumi Durga Puja 2023: শ্রীভূমির মণ্ডপে এল প্রতিমা! প্যারিসের ডিজনিল্যান্ডের প্রস্তুতি শেষ পর্যায়ে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Sreebhumi Durga Puja 2023: সোনায় মুড়ে দেওয়া হবে দুর্গা মূর্তিকে! এখন থেকেই নজর রাখা হচ্ছে সব দিকে!
উত্তর ২৪ পরগনা: পুজো ঘিরে আনন্দে মেতে উঠতে শুরু করেছে শহর ও শহরতলী। দর্শনার্থীদের কাছে কলকাতার নামকরা পুজো গুলির মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবছর তাদের পুজো ৫১ বছরে পদার্পণ করল। এবারে তাদের ভাবনা প্যারিসের ডিজনিল্যান্ড রীতিমতো সকল বয়সের মানুষের পাশাপাশি বিশেষ উৎসাহ যোগাবে শিশুদের বলেই আশা পুজো উদ্যোক্তাদের।
ইতিমধ্যেই প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছে প্যান্ডেল তৈরির কাজ, রাতে বিশেষ আলোর খেলার দেখা মিলবে গোটা প্যান্ডেলে এমনটাই জানান শ্রীভূমি স্পোর্টিংয়ের অন্যতম উদ্যোক্তা সুজিত বসু। চূড়ান্ত ব্যস্ততায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, ইতিমধ্যেই মণ্ডপে চলে এসেছে প্রতিমা। এবার এই পুজো প্যান্ডেল রূপ পাচ্ছে প্যারিসের ডিজনিল্যােন্ডের আদলে। বিদেশের এই আকর্ষণীয় স্থানের এক টুকরোই যেন ফুটে উঠছে শ্রীভূমির স্পোটিং এ। পুজোর মূল উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসু।
advertisement
advertisement
প্রত্যেক বছরই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কোনও না কোনও চমক থাকে। কোন সময় বাহুবলির সেট, কখনও পদ্মাবত, কখনও আবার পুরীর মন্দির গত বছর করা হয়েছিল রোমের ভাটিকান সিটি। প্রতিবছরই রাজ্য বাসির বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ক্লাব। আর এ বছর প্যারিসের ডিজনিল্যান্ড বিশেষ নজর কারবে দর্শনার্থীদের বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ডিজনিল্যান্ড এর আদলে সেজে উঠেছে প্যান্ডেল।
advertisement
গোটা এলাকা সাজিয়ে তোলা হচ্ছে রংবেরঙের আলোয়। প্রতি বছরই বাড়তি ভির সামাল দিতে পুলিশ প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হয়। এবছরও তাই ভিড় সামাল দেওয়ার জন্য আগাম প্রস্তুতি সেরে নিচ্ছে প্রশাসন। প্রতিবছরের মত এবছরও প্রতিমা সোনায় মোরা থাকবে বলেই মনে করা হচ্ছে। আগত দর্শকদের যাতে কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় সেদিকে বাড়তি নজর রাখা হবে বলেও জানানো হয় পুজো উদ্যোক্তাদের তরফ থেকে। তবে বলাই যায়, ইতিমধ্যেই শ্রীভূমি এলাকায় শুরু হয়ে গিয়েছে পুজোর উন্মাদনা।
advertisement
Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2023 4:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sreebhumi Durga Puja 2023: শ্রীভূমির মণ্ডপে এল প্রতিমা! প্যারিসের ডিজনিল্যান্ডের প্রস্তুতি শেষ পর্যায়ে!