Howrah News-Bike: বাইক কিনলে বাইক ফ্রি! একটার দামে দুটো বাইক নিয়ে যান! পুজোর আগে বিরাট অফার!
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Howrah News-Bike: হৈ হৈ কাণ্ড! বাইক কিনলেই আরও একটি নতুন বাইক একদম ফ্রিতে পেয়ে যাবেন! অবিশ্বাস্য অফার!
হাওড়া: হৈ হৈ কাণ্ড, রই রই ব্যাপার। বাইক কিনলে, বাইক ফ্রি। এই পুজোর মরশুমে ক্রেতাদের জন্য অবিশ্বাস্যকর সুযোগ। শুনতে অবাক মনে হলেও একদম সত্যি। নতুন পোশাকে ঠাকুর দেখা, নতুন কিছুর আশা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গাড়ি থেকে বাড়ি নতুন করে পাওয়ার অপেক্ষার পুজো। জেলায় এবার পুজোর আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে এই বাইকে জেতার সুযোগে। জানা যায়, গতবার প্রথম সুযোগ করে তাদের মধ্যে দেয়া হয়েছিল প্রতিষ্ঠানের পক্ষ থেকে। প্রথমবার যে সাড়া ফেলেছিল। এবার তা কয়েকগুন বাড়বে বলেই আশাবাদী।
আকর্ষণীয় এই অফার ১ লা অক্টোবর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত । হাওড়ার শ্যামপুরের একটি কোম্পানির বাইকের অথরাইজ ডিলার গীতা অটো মোবাইলস-এর পক্ষ থেকে এই অফার। পুজোর মরশুমে দুই মাসের জন্য এই সুযোগ মিলবে ক্রেতাদের। প্রতিষ্ঠানের তরফ থেকে জানান হয়, চলতি বছরের ১লা অক্টোবর থেকে ৩০ শে নভেম্বর পর্যন্ত এই শোরুম থেকে বিক্রি হওয়ার সমস্ত বাইকের সঙ্গে দেওয়া হবে একটি করে লাকি কুপন।
advertisement
আরও পড়ুন: ইষ্টি কুটুম স্পেশ্যাল থালি! মোচার ঘন্ট থেকে ইলিশ! পুজোর ভাইরাল রেস্তোরাঁ! জানুন
advertisement
এই কুপনের ভিত্তিতেই যে কেউ ক্রেতা পেতে পারে সম্পূর্ণ বিনা মূল্যে একটি বাইক। পুজোর আগে বাইক জিততে রীতিমতো ভিড় জমেছে! এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের প্রোপাইটার শৈলেন সামন্ত জানান, সারা বছর মানুষ বাইক কেনেন। তবে পুজোর সময় বেশির ভাগ মানুষের বাইক কেনার আগ্রহ স্বাভাবিক কারণে। সেই দিক থেকে এই পুজোর মরশুমে মানুষকে আরও উৎসাহিত করতে। বিক্রি হওয়া বাইক ক্রেতাদের দেওয়া কুপনের উপর লটারি। তার মাধ্যমে যে কেউ ক্রেতা জিততে পারেন বাইক।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 11, 2023 3:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News-Bike: বাইক কিনলে বাইক ফ্রি! একটার দামে দুটো বাইক নিয়ে যান! পুজোর আগে বিরাট অফার!








