Srabani Shiv Temple: শ্রাবণ মাসে একবার দর্শন করুন পাঁচথুপি নবরত্ন শিব মন্দিরে!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Srabani Shiv Temple: মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত একটি গ্রাম পাঁচথুপি। পূর্বে এখানে পাঁচটি বৌদ্ধ স্তুপ থাকার জন্য 'পঞ্চস্তুপ' থেকে পাঁচথুপি নাম হয়েছে বলে জনশ্রুতি। আর এই গ্রামেই আজও বিখ্যাত নবরত্ন শিব মন্দির।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত একটি গ্রাম পাঁচথুপি। পূর্বে এখানে পাঁচটি বৌদ্ধ স্তুপ থাকার জন্য ‘পঞ্চস্তুপ’ থেকে পাঁচথুপি নাম হয়েছে বলে জনশ্রুতি। আর এই গ্রামেই আজও বিখ্যাত নবরত্ন শিব মন্দির।
আরও পড়ুনঃ খালি পেটে রোজ খান এই জল! ওজন কমবে হুহু করে, ডায়াবেটিস থাকবে বশে, দূর হবে পেটের যে-কোনও সমস্যা
advertisement
পাঁচথুপি গ্রামের হাতিবাগানে ‘পঞ্চায়তন’ শিব মন্দিরটি একটি নিদর্শন। এই শৈলীর মন্দির বিরল। একই ভিত্তিবেদির উপর চারকোণে একই আকৃতির চারটি দেউল ও কেন্দ্রস্থলে একটি বড় দেউল অধিষ্ঠিত। মন্দিরটি স্থানীয়দের কাছে ‘নবরত্ন’ মন্দির বলে পরিচিত।
advertisement
মন্দিরের সেবাইতরা জানান, আসলে বড় দেউলটির ভিতরের মাঝখানে একটি বড় শিবলিঙ্গ ও চার কোণে চারটি ছোট ছোট শিবলিঙ্গ এবং চারটি ছোট দেউলে চারটি শিবলিঙ্গ মোট নয়টি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। তাই ‘নবরত্ন’ আখ্যা দেওয়া হয়েছে। আসলে এটি ‘পঞ্চায়তন’ মন্দির। মন্দিরটি প্রতিষ্ঠা করেন পাঁচথুপির জমিদার জগন্নাথ ঘোষহাজরা। এই ‘পঞ্চায়তন’ মন্দির আর একটি আছে বর্ধমান জেলার বৈকুণ্ঠপুরে। পূর্বমুখী মন্দিরের দেওয়ালে টেরাকোটার অলংকার বর্তমান। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল টেরাকোটার কাজ। শ্রাবণ মাসে প্রতি সোমবার ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন এই মন্দিরে নিজের মনস্কামনা নিয়ে জল ঢালতে।
advertisement
এই মন্দিরে টেরাকোটার মূল আকর্ষণ হল রামরাবণের যুদ্ধ, দশাবতার, মহিষাসুরমর্দিনী, কালী, সরস্বতী, কার্তিক, বেণুকৃষ্ণ, বিষ্ণু, ঘোড়সওয়ার, হাতি, হংস সারি, ফুলকারী নকশা ইত্যাদি। খ্রিস্টীয় আঠার শতকের মধ্যভাগে মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্থানীয় জমিদার জগন্নাথ ঘোষহাজরা। মন্দিরের শিবলিঙ্গগুলি নিত্য দিন পূজিত হয়।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 6:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Srabani Shiv Temple: শ্রাবণ মাসে একবার দর্শন করুন পাঁচথুপি নবরত্ন শিব মন্দিরে!