Jhargram Deer: কুকুরের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিল নিরীহ চিতল হরিণ, তার পর কী হল জানলে শিউরে উঠবেন
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Jhargram Deer: লাঠি হাতে হরিণকে রক্ষা করার জন্যে এগিয়ে আসেন গ্রামের বেশ কিছু বাসিন্দা
রাজু সিং, ঝাড়গ্রাম : মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার জড়িয়ামুড়া গ্রামে চিতল হরিণের দেহ উদ্ধার করে বন দফতর। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জরিয়ামুড়া গ্রাম সংলগ্ন এলাকায় একটি চিতল হরিণকে কুকুরে তাড়া করে বেড়াচ্ছিল। কিছু ক্ষণের মধ্যে গ্রামবাসীরা দেখেন গ্রামের মধ্যে কুকুর হামলা চালাচ্ছে হরিণের উপর। লাঠি হাতে হরিণকে রক্ষা করার জন্যে এগিয়ে আসেন গ্রামের বেশ কিছু বাসিন্দা । কিন্তু শেষ রক্ষা হল না।
পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে হরিণ শাবকটি। গ্রামবাসীরা হরিণটিকে উদ্ধার করে। পুকুর থেকে তোলার কিছু সময়ের মধ্যেই মারা যায় প্রাণীটি। খবর দেওয়া হয় বন দফতরকে। ঘটনাস্থলে ঝাড়গ্রাম বন দফতরের কর্মীরা গিয়ে মৃত হরিণের দেহ উদ্ধর করে। মৃত হরিণটিকে ঝাড়গ্রাম রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে বলে খবর বন দফতর সূত্রে। সেখানে মৃত হরিণের দেহ ময়নাতদন্তের পর শেষকৃত্য করা হবে।
advertisement
আরও পড়ুন : ব্রালেট, স্কার্ট পরেই কয়েক মাস দিল্লি মেট্রোতে যাতায়াত করছেন! কিন্তু কেন এই স্বল্পবাস? জানালেন ভাইরাল তরুণী
তবে জঙ্গল ছেড়ে কেন গ্রামে ঢুকল হরিণটি সেটাও খতিয়ে দেখছে বনবিভাগের কর্মীরা। গ্রামবাসীদের সাথে কথা বললে তাঁরা জানান জঙ্গলে জীবজন্তুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। বিগত কয়েক বছর যে ভাবে বন সৃজন হয়েছে তাতে বিভিন্ন জীবজন্তুর থাকার ও তাদের বংশ বিস্তারের অনুকূল পরিবেশ হয়েছে। তাঁরা আরও জানান গত এক বছর ধরে কিছু অসাধু মানুষ জঙ্গল ধ্বংস করারা চেষ্টা চালাছে। যার জেরে হাতির তাণ্ডবে মানুষের প্রাণনাশ হচ্ছে, ঘর বাড়ি ভাঙছে হাতি, বাড়ছে ক্ষয় ক্ষতি।
advertisement
advertisement
এর আগেও লালগড়ের লোকালয়ে হরিণকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। সেখানেও কুকুরের কামড়ে আহত হয়েছিল হরিণ। বন দফতরের তরফে জানানো হয়েছে যে জঙ্গলে জীবজন্তুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাই খাবারের জন্য পথ ভুলে দলছুট হয়ে হরিণ টি লোকালয়ের কাছে চলে আসে। সেখানে কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়ে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে। আর জঙ্গল থেকে লোকালয়ে কী ভাবে এল হরিণটি, তা তদন্ত করে দেখা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 5:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Deer: কুকুরের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিল নিরীহ চিতল হরিণ, তার পর কী হল জানলে শিউরে উঠবেন