Viral Delhi Metro Girl: ব্রালেট, স্কার্ট পরেই কয়েক মাস দিল্লি মেট্রোতে যাতায়াত করছেন! কিন্তু কেন এই স্বল্পবাস? জানালেন ভাইরাল তরুণী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Viral Delhi Metro Girl: ইদানীং আলোচনার কেন্দ্রে এক তরুণী৷ স্বল্পবাসী ওই কন্যা ইতিমধ্যেই ভাইরাল ইন্টারেনেটে৷ নেটিজেনদের কাছে তিনি ‘দিল্লির উরফি জাভেদ’৷
নয়াদিল্লি : ঊর্ধ্বাঙ্গে এক কুচি অন্তর্বাস আর নীচে একফালি স্কার্ট পরে দিনের ব্যস্ত সময়ে দিল্লির মেট্রো স্টেশনে যাতায়াত করে ইদানীং আলোচনার কেন্দ্রে এক তরুণী৷ স্বল্পবাসী ওই কন্যা ইতিমধ্যেই ভাইরাল ইন্টারেনেটে৷ নেটিজেনদের কাছে তিনি ‘দিল্লির উরফি জাভেদ’৷ কিন্তু কে তিনি? অবশেষে জানা গেল নামমাত্র পোশাক পরা তরুণীর নাম৷ তিনি রিদম চনানা৷ ব্রালেট ও মিনিস্কার্ট পরে মেট্রোতে যাতায়াত করে চরম সমালোচিত তিনি৷ কিন্তু কেন করলেন এই কাজ? প্রসঙ্গত তাঁর কাছে এই প্রশ্ন অর্থহীন৷ কারণ তিনি মনে করেন ওই বেশে মেট্রোতে সওয়ার হয়ে তিনি কোনও ভুল করেননি৷ পোশাক নির্বাচন নিয়ে তাঁর মাথাব্যথা বা উদ্বেগ নেই৷ কারণ তিনি মনে করেন তাঁর যেটা পছন্দ সেটাই পরবেন৷ বাকিরা কে কী ভাবল, তাতে তার কিছু এসে যায় না৷ কারণ তিনি কী পরবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত অভিরুচি৷
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিদম বলেছেন, ‘‘আমি কী পরব, তাতে আমরা পূর্ণ স্বাধীনতা আছে৷ কোনও প্রচার পাওয়ার জন্য বা বিখ্যাত হয়ে ওঠার তাগিদে এসব করিনি৷ লোকে কী বলবে তাতে আমি পাত্তা দিই না৷’’ অনেকেই বলেছেন তিনি উরফি জাভেদকে অনুকরণ করেছেন৷ সে কথা অস্বীকার করেছেন তিনি৷ জানিয়েছেন, ‘‘আমি উরফি জাভেদ দ্বারা অনুপ্রাণিত নই মোটেই৷ এমনকি কিছু দিন আগে পর্যন্ত আমি জানতামও না তিনি কে৷ সম্প্রতি এক বন্ধু তাঁর ছবি আমাকে দেখিয়েছেন৷’’
advertisement
advertisement
তিনি যে নিজের রক্ষণশীল পরিবারেও পোশাকের জন্য সমর্থন পাননি সেকথাও জানিয়েছেন রিদম৷ তাঁর কথায় ‘‘এই পছন্দ রাতারাতি তৈরি হয়নি৷ এটা একটা প্রক্রিয়া৷ রক্ষণশীল পরিবারের মেয়ে হয়ে নিজের ইচ্ছেমতো সব কিছু করতে পারতাম না৷ একদিন আমি ঠিক করলাম এ বার আমার যা ইচ্ছে সেটাই করব৷ কারণ জীবনটা আমার৷ এইভাবে এই পোশাকেই আমি অনেক মাস যাতায়াত করছি৷ এখন এটা ভাইরাল হয়েছে৷’’ নিরাপত্তাজনিত কোনও সমস্যা তাঁর হয়নি বলেই জানিয়েছেন তিনি৷ তবে কটূক্তি বা ইভটিজিং তিনি পাত্তা দেননি৷
advertisement
What is wrong with #delhimetro 🙈 #Girls How can you travel like this in #delhimetro 😰#DelhiMetroDiaries #delhi #womenempowement #womensafety #delhipolice #CISF #feminism #feminist #feminists ●Lets see if @OfficialDMRC @DelhiPolice have the guts to ans these ques? pic.twitter.com/IsAabGPJi7
— YoursJaskier (@JaskierYours) April 2, 2023
advertisement
সম্প্রতি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নিয়ম করেছে মেট্রো রেলে কেউ ভিডিও করতে পারবেন না৷ কারণ তাতে অন্য যাত্রীদের সমস্যা হয়৷ সেই প্রসঙ্গে রিদম বলেছেন, ‘‘এটা বিস্ময়কর যে ডিএমআরসি এখন নিজেদের করা নিয়ম ভুলেই গিয়েছে যে মেট্রোতে ভিডিও করা নিষিদ্ধ৷ তাদের যদি আমার পোশাক নিয়ে সমস্যা হয়,তাহলে যাঁরা ভিডিও করেছেন তাঁদের নিয়েও মেট্রো কর্তৃপক্ষের সমস্যা থাকা উচিত৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 4:02 PM IST