হোম /খবর /দেশ /
অন্তর্বাসেই দীর্ঘদিন দিল্লি মেট্রোতে যাতায়াত! কেন এই পোশাক? বললেন ভাইরাল তরুণী

Viral Delhi Metro Girl: ব্রালেট, স্কার্ট পরেই কয়েক মাস দিল্লি মেট্রোতে যাতায়াত করছেন! কিন্তু কেন এই স্বল্পবাস? জানালেন ভাইরাল তরুণী

স্বল্পবাসী ওই কন্যা ইতিমধ্যেই ভাইরাল ইন্টারেনেটে

স্বল্পবাসী ওই কন্যা ইতিমধ্যেই ভাইরাল ইন্টারেনেটে

Viral Delhi Metro Girl: ইদানীং আলোচনার কেন্দ্রে এক তরুণী৷ স্বল্পবাসী ওই কন্যা ইতিমধ্যেই ভাইরাল ইন্টারেনেটে৷ নেটিজেনদের কাছে তিনি ‘দিল্লির উরফি জাভেদ’৷

  • Share this:

নয়াদিল্লি : ঊর্ধ্বাঙ্গে এক কুচি অন্তর্বাস আর নীচে একফালি স্কার্ট পরে দিনের ব্যস্ত সময়ে দিল্লির মেট্রো স্টেশনে যাতায়াত করে ইদানীং আলোচনার কেন্দ্রে এক তরুণী৷ স্বল্পবাসী ওই কন্যা ইতিমধ্যেই ভাইরাল ইন্টারেনেটে৷ নেটিজেনদের কাছে তিনি ‘দিল্লির উরফি জাভেদ’৷ কিন্তু কে তিনি? অবশেষে জানা গেল নামমাত্র পোশাক পরা তরুণীর নাম৷ তিনি রিদম চনানা৷ ব্রালেট ও মিনিস্কার্ট পরে মেট্রোতে যাতায়াত করে চরম সমালোচিত তিনি৷ কিন্তু কেন করলেন এই কাজ? প্রসঙ্গত তাঁর কাছে এই প্রশ্ন অর্থহীন৷ কারণ তিনি মনে করেন ওই বেশে মেট্রোতে সওয়ার হয়ে তিনি কোনও ভুল করেননি৷ পোশাক নির্বাচন নিয়ে তাঁর মাথাব্যথা বা উদ্বেগ নেই৷ কারণ তিনি মনে করেন তাঁর যেটা পছন্দ সেটাই পরবেন৷ বাকিরা কে কী ভাবল, তাতে তার কিছু এসে যায় না৷ কারণ তিনি কী পরবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত অভিরুচি৷

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিদম বলেছেন, ‘‘আমি কী পরব, তাতে আমরা পূর্ণ স্বাধীনতা আছে৷ কোনও প্রচার পাওয়ার জন্য বা বিখ্যাত হয়ে ওঠার তাগিদে এসব করিনি৷ লোকে কী বলবে তাতে আমি পাত্তা দিই না৷’’ অনেকেই বলেছেন তিনি উরফি জাভেদকে অনুকরণ করেছেন৷ সে কথা অস্বীকার করেছেন তিনি৷ জানিয়েছেন, ‘‘আমি উরফি জাভেদ দ্বারা অনুপ্রাণিত নই মোটেই৷ এমনকি কিছু দিন আগে পর্যন্ত আমি জানতামও না তিনি কে৷ সম্প্রতি এক বন্ধু তাঁর ছবি আমাকে দেখিয়েছেন৷’’

আরও পড়ুন :  মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

তিনি যে নিজের রক্ষণশীল পরিবারেও পোশাকের জন্য সমর্থন পাননি সেকথাও জানিয়েছেন রিদম৷ তাঁর কথায় ‘‘এই পছন্দ রাতারাতি তৈরি হয়নি৷ এটা একটা প্রক্রিয়া৷ রক্ষণশীল পরিবারের মেয়ে হয়ে নিজের ইচ্ছেমতো সব কিছু করতে পারতাম না৷ একদিন আমি ঠিক করলাম এ বার আমার যা ইচ্ছে সেটাই করব৷ কারণ জীবনটা আমার৷ এইভাবে এই পোশাকেই আমি অনেক মাস যাতায়াত করছি৷ এখন এটা ভাইরাল হয়েছে৷’’ নিরাপত্তাজনিত কোনও সমস্যা তাঁর হয়নি বলেই জানিয়েছেন তিনি৷ তবে কটূক্তি বা ইভটিজিং তিনি পাত্তা দেননি৷

সম্প্রতি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নিয়ম করেছে মেট্রো রেলে কেউ ভিডিও করতে পারবেন না৷ কারণ তাতে অন্য যাত্রীদের সমস্যা হয়৷ সেই প্রসঙ্গে রিদম বলেছেন, ‘‘এটা বিস্ময়কর যে ডিএমআরসি এখন নিজেদের করা নিয়ম ভুলেই গিয়েছে যে মেট্রোতে ভিডিও করা নিষিদ্ধ৷ তাদের যদি আমার পোশাক নিয়ে সমস্যা হয়,তাহলে যাঁরা ভিডিও করেছেন তাঁদের নিয়েও মেট্রো কর্তৃপক্ষের সমস্যা থাকা উচিত৷’’

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Delhi Metro, Viral