Sponge: পুকুরে থাকা স্পঞ্জ জলদূষণের মোক্ষম প্রতিকার! শুষে নিচ্ছে জলের আর্সেনিক, জিঙ্ক, লোহার মতো দূষণকারী ভারী ধাতু

Last Updated:

Sponge: সমুদ্রের স্পঞ্জ নিয়ে গবেষণার পর এবার পুকুরের স্পঞ্জ নিয়ে গবেষণার নতুন দিগন্ত খুলে গেল। 'মাইক্রোবায়োলজি স্পেকট্রাম' নামক একটি জার্নালে উল্লেখ, পুকুরে থাকা স্পঞ্জ জলের ভারী ধাতু শুষে নিয়ে কমাচ্ছে জলদূষণ।

ঘোড়ামারা দ্বীপ
ঘোড়ামারা দ্বীপ
সাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সাগর ও ঘোড়ামারার পুকুরে থাকা স্পঞ্জ ভারী ধাতু  কমাচ্ছে জলদূষণ। সাম্প্রতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। যার ফলে জলাশয়ের স্পঞ্জ নিয়ে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হল।
বোস ইনস্টিটিউট, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়-সহ প্রথম সারির প্রতিষ্ঠানগুলির বিজ্ঞানী গবেষকদের এই চমকপ্রদ গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘মাইক্রোবায়োলজি স্পেকট্রাম’ নামক জার্নালে। বিখ্যাত গবেষণা পত্রিকা ‘নেচার ইন্ডিয়া’ও তাদের প্রকাশিত সংখ্যায় তুলে ধরেছে এই তথ্য। ফলে গুরুত্ব পেয়েছে এই গবেষণা।
আরও পড়ুনঃ দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক! জঙ্গলমহলে বাড়তি নজরদারি, গুরুত্বপূর্ণ স্টেশনে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর এনে চেকিং
এই গবেষণায় সাগর এবং ঘোড়ামারা দুই দ্বীপের পুকুর থেকে ছয় ধরনের স্পঞ্জ সংগ্রহ করা হয়। গবেষণা চলাকালীন বিজ্ঞানীরা লক্ষ্য করেন, একই পুকুরে থাকলেও পুকুরের জলে ও স্পঞ্জে রয়েছে আলাদা ধরনের ব্যাকটেরিয়া।
advertisement
advertisement
এছাড়াও দেখা যায় পুকুরের জলে এবং স্পঞ্জে থাকা ভারী ধাতুর পরিমাণ সমান নয়। পুকুরের জলের তুলনায় অনেক বেশি পরিমাণে ভারী ধাতু যেমন – আর্সেনিক, জিঙ্ক, লোহা, তামা, সীসা, ক্যাডমিয়াম এবং ক্রোমিয়াম রয়েছে স্পঞ্জে। এখান থেকে জানা যায়, ওই স্পঞ্জগুলির ভারী ধাতু শুষে নিচ্ছে জলদূষণ।
আরও পড়ুনঃ ইতালি থেকে মেশিন এসে পড়ে রয়েছে, হয়নি প্রশিক্ষণ! এই মরশুমেও চালু হল না জয়নগরের মোয়া হাব, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
স্পঞ্জ ভারী ধাতুর বিষক্ষয় ঘটাচ্ছে বা বিজ্ঞানীদের পরিভাষায় ডিটক্সিফাই করছে। সেজন্য জলদূষণের মাত্রা অনেকটা কমে যাচ্ছে। এই গবেষক দলের সদস্য ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের জাতীয় পোস্ট ডক্টরাল ফেলো ড: ধ্রুব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, “এই গবেষণার দু’টি অত্যন্ত জরুরি জনস্বার্থবাহী ফলাফল রয়েছে। এক, কোনও এলাকার পুকুরের জলে স্পঞ্জের অস্তিত্ব দেখে টের পাওয়া যাবে, সেখানকার জলে ভারী ধাতুর দূষণ ঠিক কোন পর্যায়ে আছে। দুই, স্পঞ্জকে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে কমানো যাবে জলদূষণ।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতদিন সমুদ্রের স্পঞ্জ নিয়ে গবেষণা চললেও নতুন করে পুকুরের স্পঞ্জ নিয়ে গবেষণা নতুন দিগন্তের উন্মোচন করল মনে করছেন বিশেষজ্ঞ মহল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sponge: পুকুরে থাকা স্পঞ্জ জলদূষণের মোক্ষম প্রতিকার! শুষে নিচ্ছে জলের আর্সেনিক, জিঙ্ক, লোহার মতো দূষণকারী ভারী ধাতু
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement