Special Train: তারকেশ্বরের লক্ষ লক্ষ শিব ভক্তের জন্য দারুণ খবর! শ্রাবণ মাসজুড়ে রেলের স্পেশ্যাল ট্রেন ঘোষণা
- Published by:Raima Chakraborty
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Special Train: রাজ্যের বিভিন্ন স্থান থেকে ভক্তরা উৎসবে যোগ দিতে শ্রাবণ মাসজুড়ে তারকেশ্বরে ভিড় করবেন শ্রাবণী মেলায়।
কলকাতা: এবছর কি আপনারা তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন ? নিশ্চই আপনি বাসে বা গাড়িতে কিংবা পায়ে হেঁটে যাবেন। না, সময় ও অর্থ দু’টোই নষ্ট করবেন কেন, পূর্ব রেলওয়ে রয়েছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে ভক্তরা উৎসব এবং অনুষ্ঠানে অংশ নিতে প্রধানত শ্রাবণ মাসে (জুলাই – অগাস্ট ) তারকেশ্বর এ ভিড় করে শ্রাবণী মেলার সময়। বিশেষ করে সোমবার দিন শিব ঠাকুরের আরাধনায় তারকেশ্বর এ ভক্তের সমাগম বেশি তাই পূর্ব রেলওয়ে ভক্তের মনোকামনা পূর্ণ করার জন্য রবিবার, সোমবার ও ছুটির দিনগুলিতে কিছু স্পেশ্যাল লোকাল চালাচ্ছে।
advertisement
আরও পড়ুন: দেশের সেরা ১০ স্কুল কোনগুলি? দেখে নিন IIRF র্যাঙ্কিং, কলকাতার কোন স্কুল?
সেগুলি সবক’টি স্টেশনে থামবে ও যে কোনও স্টেশন থেকে টিকিটও পাবেন। এছাড়া ট্রেনগুলি একদিকে যেমন হাওড়া থেকে তারকেশ্বর যাবে তেমনি যে সমস্ত পূর্ণ্যার্থীরা শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর যেতে চান তাঁদের কথা ভেবে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: একজন IAS এবং IPS অফিসারের মধ্যে মূল পার্থক্য কীসের? কে বেশি শক্তিশালী? উত্তর চমকে দেবে
এই ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি তারকেশ্বরের শ্রাবণী মেলা চলাকালীন সমস্ত রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনে অতিরিক্ত পরিষেবা হিসেবে চলবে, অর্থাৎ ১৭.০৭.২০২৪, ২১.০৭.২০২৪, ২২.০৭.২০২৪, ২৮.০৭.২০২৪, ২৯.০৭.২০২৪, ০৪.০৮.২০২৪, ০৫.০৮.২০২৪, ১১.০৮.২০২৪, ১২.০৮.২০২৪, ১৫.০৮.২০২৪, ১৮.০৮.২০২৪ এবং ১৯.০৮.২০২৪।
advertisement
শেওড়াফুলি ও তারকেশ্বরের মধ্যে ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি শেওড়াফুলি থেকে সকাল ০৬:৫৫, ০৯:২০, ১৬:২০ এবং ১৯:৪০-এ ছেড়ে তারকেশ্বর এ সকাল ০৭:৪৫, ১০:১৫, ১৭:১০ এবং ২০:৩০-এ পৌঁছবে। উল্টো পথে, তারকেশ্বর থেকে শেওড়াফুলি ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি সকাল ০৫:৫৫, ০৮:১০, ১৪:৫০ এবং ১৮:৪০-এ ছেড়ে শেওড়াফুলিতে সকাল ০৬:৪৫, ০৯:০৩, ১৫:৪০ এবং ১৯:৩০-এ পৌঁছবে।
এবং পূণ্যার্থীদের হাওড়া থেকে তারকেশ্বর নিয়ে যেতে ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল ০৪:০৫ ও দুপুর ১২:৫০-এ ছেড়ে তারকেশ্বর এ সকাল ০৫:৩৫ ও বিকাল ১৪:২০-এ পৌঁছবে। একইভাবে, শিব দর্শনের পর ভক্তদের হাওড়ায় ফেরার জন্য, ইএমইউ স্পেশ্যাল ট্রেনগুলি তরাকেশ্বর থেকে সকাল ১০:৫৫ ও রাত ২১:১৭-এ ছেড়ে হাওড়ায় দুপুর ১২:৩০ ও রাত ২২:৪৫-এ পৌঁছবে।
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2024 10:02 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Special Train: তারকেশ্বরের লক্ষ লক্ষ শিব ভক্তের জন্য দারুণ খবর! শ্রাবণ মাসজুড়ে রেলের স্পেশ্যাল ট্রেন ঘোষণা