Knowledge Story: একজন IAS এবং IPS অফিসারের মধ্যে মূল পার্থক্য কীসের? কে বেশি শক্তিশালী? উত্তর চমকে দেবে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Knowledge Story: একজন IAS এবং IPS অফিসারের মধ্যে পার্থক্য কী? দুই পদের মধ্যে বেশি শক্তিশালী কে? এই সাধারণ প্রশ্নগুলির উত্তর অনেকেই জানেন না
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ UPSC-র কথা আমরা সবাই জানি। দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে গণ্য করা হয় এই পরীক্ষাকে।
advertisement
প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করে থাকেন। আর যারা সফল হযন তাঁদের IAS, IPS এবং IFS-এর মতো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়। যা দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদগুলির মধ্যে অন্যতম।
advertisement
কিন্তু একজন IAS এবং IPS অফিসারের মধ্যে পার্থক্য কী? দুই পদের মধ্যে বেশি শক্তিশালী কে? এই সাধারণ প্রশ্নগুলির উত্তর অনেকেই জানেন না।
advertisement
কে IAS হতে পারে? IAS যার পূর্ণরূপ হল ভারতীয় প্রশাসনিক পরিষেবা। যারা UPSC পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পান, তাঁরা IAS-এর মতো গুরুত্বপূর্ণ পদের দায়ভার পান। এর মাধ্যমে আমলাতন্ত্রে প্রবেশ করেন তাঁরা। IAS-র জন্য নির্বাচিত ব্যক্তিদের বিভিন্ন মন্ত্রণালয় বা জেলার প্রধান করা হয়।
advertisement
IPS হতে পারেন কারা? IPS অর্থাৎ ভারতীয় পুলিশ পরিষেবার মাধ্যমে, পুলিশ ইউনিটের সবচেয়ে বড় অফিসার পদে নিয়োগ করা হয়।
advertisement
এখন যদি পোস্টের কথা বলা হয় তাহলে ট্রেইনি IPS থেকে DGP বা ইন্টেলিজেন্স ব্যুরো, সিবিআই প্রধান পর্যন্ত পৌঁছতে পারেন এই পদের জন্য নির্বাচিত ব্যক্তিরা।
advertisement
IAS এবং IPS-র মধ্যে পার্থক্য কী? একজন IAS-এর কাঁধে থাকে পুরো প্রশাসন, নীতি তৈরি এবং বাস্তবায়নের দায়িত্ব। পাশাপাশি একজন IPS তাঁর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য অপরাধ প্রতিরোধের দায়িত্ব পালন করেন।
advertisement
advertisement
অন্যদিকে এক এলাকায় একাধিক আইপিএস থাকতে পারেন। IAS-র সর্বনিম্ন পোস্ট হল যে কোনও জেলার ডিএম-র পোস্ট, এদিকে আইপিএসের সর্বনিম্ন পোস্ট হল জেলার এসপি-র পোস্ট। এছাড়াও আইপিএসকে সর্বদা ইউনিফর্মে থাকতে হয়। আইএএস-এর ইউনিফর্ম নেই।
advertisement
একজন IAS অফিসারের কাঁধে অনেক দায়িত্ব। তাঁকে সরকারি বিভাগ এবং অনেক মন্ত্রণালয়ের কাজ সামলাতে হয়।
advertisement