Special Tea: পুচার স্পেশাল চা খেতে দূর থেকে ছুটে আসছেন মানুষ! কী আছে এই চায়ে, শুনলে চমকে উঠবেন
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Special Tea: মাত্র ৬ টাকার চায়ে বাজিমাৎ! এই চা দামে কম হলেও কোয়ালিটিতে কোন কম্প্রোমাইজ নয়, পুচার স্পেশাল চা, চলার পথে চায় চুমুক অথবা চায়ের টানে দূর দুরন্ত থেকে চা খেতে আসে মানুষ।
হাওড়া: মাত্র ৬ টাকার চায়ে বাজিমাৎ! এই চা দামে কম হলেও কোয়ালিটিতে কোন কম্প্রোমাইজ নয়। পুচার স্পেশাল চা, চলার পথে চায় চুমুক অথবা চায়ের টানে দূর দুরন্ত থেকে চা খেতে আসে মানুষ। এক কাপ চা-এ এত কদর। অনেকেই ভেবে কূল পায়না। এক কাপ চা খেতে কয়েক কিলোমিটার পথ অতিক্রম অথবা ঘন্টা পেরিয়ে যায় সময়। আসলে এই চায়ে আছে কী? প্রশ্ন তো থেকেই যায়। একবার যে পুচার চা’য়ে চুমুক দিয়েছে, ভুলতে পারেনি স্বাদ।
আশেপাশে বহু চায়ের দোকান রয়েছে। তবে, পুচার চা অন্যদের চেয়ে একেবারেই আলাদা। বলছেন, এই চা খেতে দোকানে আসেন ক্রেতারা। দোকানে এলে দেখা মিলবে, দলে দলে চা খোড়দের সঙ্গে। একদল যায় তো অন্য দল আসে। তাঁদের অনবরত জোগান দিয়ে চলেছেন মাটির ভাঁরে গরম চা। যারা এই দোকানে নিয়মিত আসে। তাঁদের মধ্যে অনেকেই জানালেন, পুচার চা ছাড়া ঠিক দুপুরটা জমে না।
advertisement
advertisement
কোনদিন কাজের চাপে মিস হলে ব্যাস, সেদিন সারাক্ষণ যেন আফশোস। এমন কেন হয় তা নিজেরাও জানে না। তবে কেউ কেউ জানালেন, এই দোকানে যে চা পাওয়া যায় তা আশপাশের কোথাও মেলে না। পরিমিত মিষ্টি এবং চা এ দুধও পরিমাণ মত, লিকার নিয়ে কথা হবেনা! সবমিলিয়ে যে কারণে ছুটে আসা। এই চা’য়ের স্বাদ গন্ধ টাই আলাদা। সকালে ঘুম ভাঙলে চা-এ চুমুক। সকালে এক কাপ চা ছাড়া অচল অনেকেই। আবার চা ছাড়া দিন শুরু একেবারে ভাবার উপায় নেই অনেকের কাছে।
advertisement
শুধু সকালে চা, এমনটা কিন্তু নয়। সারা দিনে কিছুক্ষণ অন্তর অন্তর চা। এমন অভ্যাস রয়েছে বহু মানুষের। তেমনি দুপুরে পুচার চা না খেলে চলেনা অনেকেরই। চা খেতেই ভিড় মানুষের। পাঁচলা বাউরিয়া রাজ্য সড়কে দেখা মিলবে সেই দোকান। যেখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে। প্রায় সমস্ত বয়সের মানুষ আসেন চা খেতে।
দোকানে চা খেতে আসা ক্রেতা কৌশিক বনু জানান, ‘দোকানের শুরু থেকে প্রায় ১৪ বছর চা খাচ্ছি এই দোকানে। প্রায় প্রতিদিন চা খেতে আসি। যেদিন আসতে পারি না সেদিন আফসোস হয়। অন্যদিকে বিক্রেতা দিবাকর বাবু জানান, অল্প মার্জিন রেখে চা বিক্রি। শুরু থেকেই ইচ্ছে ছিল ভাল চা তৈরি করার। নামকরা চা দোকানে চা খেতে যাওয়া এবং লক্ষ্য রাখতাম। তা থেকেই নিজেদের চায়ের দোকানে ভাল চা তৈরি করার উদ্যোগ নেওয়া। প্রতিদিন কত চা কাপ সেল হয়। তার উত্তরে দিবাকর (পুচা) বাবু জানান, প্রতিদিন প্রায় ৯০০ থেকে ১০০০ কাপ চা বিক্রি হয়।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 24, 2023 6:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Special Tea: পুচার স্পেশাল চা খেতে দূর থেকে ছুটে আসছেন মানুষ! কী আছে এই চায়ে, শুনলে চমকে উঠবেন







