Gangasagar Mela 2025: গঙ্গাসাগরের সৈকতে সাংঘাতিক কাণ্ড! ছুটে বেড়াচ্ছে বঙ্কো-ম্যাক্সি, কারা এরা? জানলে আঁতকে উঠবেন

Last Updated:

Gangasagar Mela 2025: গঙ্গাসাগরে আগত তীর্থ যাত্রীদের নিরাপত্তা দিতে জুটি বেঁধেছে বঙ্কো এবং ম্যাক্সি।

+
News18

News18

গঙ্গাসাগর: গঙ্গাসাগরে আগত তীর্থ যাত্রীদের নিরাপত্তা দিতে জুটি বেঁধেছে বঙ্কো এবং ম্যাক্সি। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পুণ্য স্নানের আশায় গঙ্গাসাগরে ভিড় জমিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা তীর্থযাত্রীরা। দেশে মহাকুম্ভ মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। প্রতিবছর গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির প্রাঙ্গন এলাকায় মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ্যধিক পুণ্যার্থীরা গঙ্গাসাগরে ছুটে আসে।
তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করে জেলা প্রশাসন। স্থলভাগে প্রায় কয়েক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয় তেমনি আকাশপথে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। জলপথে ওভারক্যাপ, স্পিডবোট এবং লাইভ বোর্ড এর মাধ্যমে নজরদারি চালানো হয়। জলভাগের নিরাপত্তার দায়িত্বভার নেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় নৌ বাহিনী। এবছর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে দুটি প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়কে নিয়ে আসা হয়। ২৪ ঘণ্টা গঙ্গাসাগরে সমুদ্র সৈকতে টহল দিয়ে নজরদারি করছে বস্কো ও ম্যাক্সি। জলপথে নজরদারি চালাচ্ছে।
advertisement
advertisement
এর পাশাপাশি, এই গঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে আসা পর্যটক ও পূণ্যার্থীযাতে নির্বিঘ্নে গঙ্গাসাগরে স্নান পর্ব সেরে ফিরতে পারেন তার জন্য বিশেষ নজরদারি ব্যবস্থা করেছে প্রশাসন। অনুমানিক কয়েক লক্ষ মানুষ এর সমাগমে প্রত্যেক বছরই গঙ্গাসাগরে আসেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। তাদের এই নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের জায়গায় জায়গায় হেলথ চেকআপ ক্যাম্প খুলেছে। বিশেষ শ্রদ্ধা সহায়তার জন্য ও তাদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
advertisement
গঙ্গাসাগর মেলা উপলক্ষে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। ভিন রাজ্য থেকে আসা পর্যটক ও পূর্নার্থীরা গঙ্গাসাগরে যাতে কোনও ধরনের অসুবিধার সম্মুখীন না হন তার জন্য রাজ্যের পুলিশ এবং প্রশাসন কড়া নজরদারির ব্যবস্থা করেছে। কলকাতার বাবুঘাট সংলগ্ন আউটট্রাম গঙ্গার ঘাটে বেশ কিছু বিশ্রাম শিবির তৈরি করা হয়েছে সাধু সন্ন্যাসীদের জন্য। সেখানে বিশেষ সুবিধা পানীয় জল, শারীরিক চিকিৎসার জন্য বুথ এবং সহায়তা কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দিয়ে গোটা চত্বরটাকে মুড়ে ফেলা হয়েছে ।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2025: গঙ্গাসাগরের সৈকতে সাংঘাতিক কাণ্ড! ছুটে বেড়াচ্ছে বঙ্কো-ম্যাক্সি, কারা এরা? জানলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement