Death News: অকালে সব শেষ! চন্দ্রমৌলির মৃত্যুতে শোকে পাথর রূপম ইসলাম, কল্যাণীর মঞ্চে যা করল ফসিলস...

Last Updated:

Death News: হাজারও ভক্তের কন্ঠে তখন রুপম ইসলাম ও ফসিলসের জয়ধ্বনি, এরই মাঝে মঞ্চে একে একে আসতে দেখা গেল রুপম ইসলামসহ ফসিলসের সকল সদস্যকে। তবে সেই চেনা ছন্দে নয়।

মঞ্চে ফসিলসের সদস্যরা, পিছনে চন্দ্রমৌলির ছবি
মঞ্চে ফসিলসের সদস্যরা, পিছনে চন্দ্রমৌলির ছবি
কল্যাণী: মাঠে হাজার হাজার দর্শক, সামনে আলো ঝলমলে সেই চেনা মঞ্চ। হাজারও ভক্তের কন্ঠে তখন রুপম ইসলাম ও ফসিলসের জয়ধ্বনি, এরই মাঝে মঞ্চে একে একে আসতে দেখা গেল রুপম ইসলাম-সহ ফসিলসের সকল সদস্যকে। তবে সেই চেনা ছন্দে নয়। মঞ্চের সামনে এসে দাঁড়ালেন ফসিলসের প্রত্যেক সদস্যরা, এরপর পেছনে বড় পর্দায় ভেসে উঠল গিটার হাতে একজনের ছবি। যার নাম চন্দ্রমৌলি বিশ্বাস, ফসিলসের প্রাক্তন বেসিস্ট! যার ঝুলন্ত দেহ উদ্ধার হয় রবিবার সন্ধ্যায়।
জানা যায়, ২০০০ সাল থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত ১৮ বছর ধরে ফসিলসের সদস্য ছিলেন চন্দ্রমৌলি বিশ্বাস। এর আগে কল্যাণী বঙ্গ সংস্কৃতি উৎসবে ফসিলসের সঙ্গে ১৬ বার প্রোগ্রাম করে গিয়েছেন তিনি। রবিবার সন্ধ্যায় তার আকস্মিক মৃত্যুর খবর আসে ফসিলসের কাছে। এইদিন সন্ধ্যায় কল্যাণীতে বঙ্গ সংস্কৃতি উৎসবে অনুষ্ঠান হয় ফসিলসের। সেই অনুষ্ঠানে আসার পথেই চন্দ্রমৌলির মৃত্যুর খবর আসে ফসিলসের সদস্যদের কাছে।
advertisement
advertisement
অনুষ্ঠান শুরুর আগে থমথমে মুখে মঞ্চে এসে দাঁড়ান ফসিলসের সকল সদস্যরা। এরপর প্রথম মাইক হাতে শোনা যায় প্রথম রূপম ইসলামের কণ্ঠস্বর। তিনি জানান ,” ২১ বার এই মঞ্চে আমরা অনুষ্ঠান করেছি। তার মধ‍্যে ১৬ বার যিনি আমাদের সঙ্গে ছিলেন, তাঁর ছবি পিছনের স্ক্রিনে রয়েছে। আমরা এখানে আসার সময় গাড়িতে একটা খবর পেয়েছি। এবং সেই খবরটা বজ্রাঘাতের মতো আমাদের মাথার উপর আছড়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কেউ গান গাইতে পারে না। কারও হাতে বাদ‍্যযন্ত্র বেজে ওঠে না। আজকে আমরা আমাদের গান-বাজনা সেরকমভাবেই পরিবেশনা করব যাতে সব থেকে বেশি করে স্মৃতিচারণ করতে পারি। যেভাবে আমি অনুষ্ঠান করি সেভাবে আজকে অনুষ্ঠান করা আমার পক্ষে সম্ভব নয়। গানটা আমি পরিবেশন করে দেব এই মাত্র। স্বাভাবিক ছন্দে আজকের মত দিনে অনুষ্ঠান করা সম্ভব নয় এই খবর পাওয়ার পরে। কাজেই আপনাদের সহযোগিতা আমি চাইব।”
advertisement
এছাড়াও সত্য প্রয়াত প্রাক্তন সতীর্থ চন্দ্রমৌলির সম্পর্কে আরও কিছু কথা বলে গানের অনুষ্ঠান শুরু করেন রূপম ও বাকি ফসিলসের সদস্যরা। যদিও বলাই বাহুল্য ফসিলসের সদস্যদের এই আর্জি সকল দর্শকরাই মেনে নিয়েছেন।
advertisement
 Mainak Debnath 
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: অকালে সব শেষ! চন্দ্রমৌলির মৃত্যুতে শোকে পাথর রূপম ইসলাম, কল্যাণীর মঞ্চে যা করল ফসিলস...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement