Howrah News: ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়নে গ্রীষ্মের ছুটিতে শিক্ষকদের বিশেষ শিবির!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
শিশু মনের ভাবনাকে বিকশিত করতে ও আনন্দচ্ছল শিক্ষাব্যবস্থার লক্ষ্যে শিল্প নৈপুণ্য কর্মশালা , উলুবেড়িয়ার বিভিন্ন স্কুলের শিক্ষক- শিখিকা একত্রিত হয়ে শিবির
রাকেশ মাইতি, হাওড়া: প্রাথমিক বিদ্যালয়ের শিশু মনের ভাবনাকে বিকশিত ও আনন্দোচ্ছল শিক্ষাব্যবস্থার লক্ষ্যে শিল্প নৈপুণ্য কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে ছুটির মধ্যেই শিক্ষক-শিক্ষিকাদের আনন্দ পরিসরে পাঠদানের জন্য প্রস্তুত করা। দীর্ঘ গ্রীষ্মবকাশের ছুটির পর শিশুরা শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে সৃজনশীল শিক্ষা সহায়ক উপকরণ পেতে পারে। যা আরও বেশি করে উৎসাহ পাবে স্কুলের পঠন-পাঠনে। এর মাধ্যমেই শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখা যাবে শিশুদের। এই অভিনব নতুনত্ব কর্মশালার মাধ্যমে শিশুদের শিক্ষাগ্রহণে মনোযোগী করে তোলাই মূল লক্ষ্য।
সৃজনশীল সৃষ্টি এবং তার উপকরণ খুব সহজলভ্য। সেই সমস্ত জিনিসকে ব্যবহার করেই সৃজনশীল সৃষ্টির কৌশল জানানো শিশুদের। কর্মশালার উপকরন শিশুরা তাদের হাতের কাছে পেয়ে থাকে। নিজেরাই যেগুলি ব্যবহার করে বাতিল করে দেয় বা ফেলে দেওয়া, এমন জিনিস গুলি হল তুলাকাঠি, সব্জি, টুথব্রাশ,মাটির পাত্র, জুস স্ট্র, ডিমের খোসা, ডিমের ট্রে, ছেঁড়া কাপড়, কাগজের বোর্ড দিয়ে তৈরি হবে। এই কর্মশালায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী ২ জুন বিদ্যালয় খুললেই ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই পরিবেশ দিবসে শিশুদের পরিবেশ বিষয়ে সচেতন করতে এবং বর্তমানে প্লাস্টিক নামক মানব সভ্যতাকে ধীরে ধীরে গ্রাস করছে। সেই প্লাস্টিক দূষণ রোধে করতে।
advertisement
advertisement
প্লাস্টিক ব্যবহারের পর তাকে ফেলে না দিয়ে কিভাবে শিল্পকলার মাধ্যমে শিশুমনের উপযোগী ও আনন্দদায়ক শিক্ষা সহায়ক উপকরণ প্রস্তুত করা যায় সেই উদ্দেশকে বাস্তবায়িত করা। এই কর্মশালায় উপস্থিত উলুবেড়িয়া ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি নিজস্ব প্রশাসনিক দায়িত্ব পালনের সঙ্গে ব্লকের অধীন শিক্ষা,সমাজ ,সংস্কৃতি,পরিবেশ – প্রকৃতি নিয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন।
advertisement
গ্রীষ্মের ছুটিতে উলুবেড়িয়া ১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক,উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতি ও উলুবেড়িয়া ১ ব্লকের অধীন উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের উদ্যোগে সারাদিন উলুবেড়িয়া দক্ষিণ চক্রের ৬১ টি ও উত্তর চক্রের ৮ টি বিদ্যালয়ের একজন করে শিক্ষক নিয়ে সারাদিনব্যাপী এক অভিনব কর্মশালা।
advertisement
এ প্রসঙ্গে এইচ এম রিয়াজুল হক সাহেব বলেন – এই ধরনের কর্মশালা শিশুদের আনন্দ উদ্দীপনার মধ্যে শিক্ষা গ্রহনে আগ্রহী করে তোলে। যার ফলে শিশুমনের বিকাশ সাধনের সঙ্গে দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে সহায়ক হবে। উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুরাজ মন্ডল মহাশয় বলেন – যারা গড়তে জানে তাদের মন কখনও ভাঙে না। তাই একজন ভাল শিক্ষার্থী হতে গেলে সৃজনশীল ভাবনায় কিছু সৃষ্টি করতে শিখতে হবে।
advertisement
অনুষ্ঠানে উপস্থিত উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় অতীন্দ্রশেখর প্রামাণিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের সুন্দর উপযোগী পাঠদানের উপযুক্ত পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন – সুদীপ্ত শ্যাম চৌধুরী,নীলাঞ্জনা দত্ত,সম্রাট ধাড়া। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, শুভ্রা দাস,কর্মাধ্যক্ষ – আজিজুল হক,শেখ মফিজুল,শিক্ষক কিংকর মন্ডল প্রমুখ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 1:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়নে গ্রীষ্মের ছুটিতে শিক্ষকদের বিশেষ শিবির!