North 24 Parganas News: সীমান্ত এলাকায় অপরাধমূলক কাজকর্ম দমনে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
সীমান্তের বাসিন্দাদের সরকারি নানা সুযোগ সুবিধা সহ সচেতনতায় ও পুলিশের সঙ্গে স্থানীয় মানুষজনের সম্পর্ক আরও নিবিড় করতেই বিশেষ কর্মসূচি।
উত্তর ২৪ পরগনা: সীমান্তে প্রতি নিয়ত নানা অসামাজিক কাজকর্ম থেকে শুরু করে অপরাধমূলক, এমনকি পাচার কার্যে জড়িয়ে পড়তে দেখা যায় বহু মানুষকে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার সুরক্ষিত রাখতেই এবার অভিনব উদ্যোগ নেওয়া হল বনগাঁ পুলিশ জেলার তরফে।
ইন্দো বাংলা সীমান্তে পেট্রাপোল থানার ব্যবস্থাপনায় ছয়ঘড়িয়া এলাকায় সীমান্তের বাসিন্দাদের সরকারি নানা সুযোগ সুবিধা সহ সচেতনতায় ও পুলিশের সঙ্গে স্থানীয় মানুষজনের সম্পর্ক আরও নিবিড় করতেই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল। এদিন থানার তরফে নারী শিশু সুরক্ষা, বাল্যবিবাহ, সেফ ড্রাইভ সেভ লাইফ, সাইবার ক্রাইম রোধ সহ স্থানীয় ক্লাবগুলির সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
পুলিশের প্রতি আস্থা বাড়াতে ও ভয় কাটাতেই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ফলে সীমান্ত এলাকায় মানুষের পুলিশের প্রতি আস্থা যেমন বাড়বে, তেমনি অপরাধমূলক কাজ কর্ম রোধে দ্রুত মিলবে পুলিশের ভূমিকা। এদিন বনগাঁ পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকেরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের তরফেও এদিন সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে পুলিশের সমন্বয়ে আরও বাড়াতে বিশেষ ভূমিকা নেওয়া হয়।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 3:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সীমান্ত এলাকায় অপরাধমূলক কাজকর্ম দমনে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ
