Birbhum News: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শুরু করেছিলেন 'এই' খেলা, ৯০% মানুষই জানেন না সেই খেলার নাম, আপনি জানেন?
- Reported by:Souvik Roy
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Birbhum News: বীরভূমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন এই খেলা প্রথম, নতুন প্রজন্মের কাছে এই খেলা একদম অচেনা, হয়তো অনেকে জানেনই না এই খেলা আসলে কী।
বীরভূম: ক্রিকেট এবং ফুটবল খেলার পাশাপাশি রয়েছে অন্য এক ধরনের খেলা। যে খেলার নাম হলও জুডো। তবে নতুন প্রজন্মের কাছে এই খেলা একদম অচেনা, হয়তো জানেনই না এই খেলা আসলে কী। জুডো একটি জাপানি ভাষা জু দো অর্থাৎ ‘ধীর পথ’। একটি আধুনিক মার্শাল আর্ট, যুদ্ধ বিষয়ক খেলা এবং অলিম্পিক খেলা যেটার উৎপত্তি ১৮৮২ সালে জাপানে, জিগরো কানোর মাধ্যমে। জুডোর বিশেষভাবে লক্ষ্যণীয় দিকটি হচ্ছে প্রতিযোগিতামূলক উপাদান, যেখানে লক্ষ্য থাকে প্রতিপক্ষকে মাটিতে আছাড় মারা, প্রতিপক্ষকে আঁকড়াইয়া ধরা অথবা বল প্রয়োগে গিঁট আবদ্ধের মাধ্যমে বা শ্বাস রোধের মাধ্যমে প্রতিপক্ষকে আত্মসমর্পণ করাতে বাধ্য করা।
হাত ও পায়ের মাধ্যমে আঘাত করা এবং ধাক্কা অধিকন্তু প্রতিরক্ষা জুডোর অংশ এবং জুডো প্রতিযোগিতা ও মুক্ত অনুশীলনে অনুমোদনহীন। আর মূলত মেয়েদের আত্মস্বনির্ভর করে তোলার জন্য রামপুরহাট ডক্টর শরদিন্দু মজুমদার বিদ্যাভবনে প্রায় ১০০ জন বিভিন্ন জেলা থেকে এই খেলার জন্য উপস্থিত হয়েছে। এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে পূর্বে গোল্ড মেডেল পাওয়া ছাত্রীও। এখান থেকে খেলার পর তারা সিলেকশন হয়ে কলকাতায় গিয়ে স্টেট লেভেলে খেলার সুযোগ পাবে।
advertisement
advertisement
বীরভূম জেলার গেমস এন্ড স্পোর্ট এর জয়েন্ট সেক্রেটারি রফিকুল হাসান জানান এখান থেকে ছাত্রীরা পৌঁছে যাবে কলকাতা স্টেট লেভেলে খেলার জন্য। তিনি বলেন, বর্তমান সময়ে প্রত্যেকটি মেয়েকে এই খেলার সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন। কারণ যে কোনও বিপদ থেকে মেয়েরা নিজেদের রক্ষা করতে পারবে এই খেলার সঠিক প্রশিক্ষণ পেলে।
advertisement
অন্যদিকে এক ছাত্রী নীলাঞ্জনা বলেন, এই খেলার মাধ্যমে যেমন শরীর সুস্থ থাকবে ঠিক তেমনি নিজেরাও আত্মস্বনির্ভর হতে পারবেন। আগামীতে পড়াশোনার পাশাপাশি এই খেলা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে তার মধ্যে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 22, 2025 8:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শুরু করেছিলেন 'এই' খেলা, ৯০% মানুষই জানেন না সেই খেলার নাম, আপনি জানেন?







