Chhath Puja 2024 : ওয়াচ টাওয়ার, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম! ছট পুজোয় থাকছে প্রশাসনের ব্যবস্থা

Last Updated:

অতীতে এই ঘাটে একাধিক দুর্ঘটনা হয়েছে। কিন্তু ২০ থেকে ২৫ হাজার পুন্যার্থী এই ঘাটে আসেন ছট পুজোর জন্য। 

+
ভূতনাথ

ভূতনাথ ঘাট

আসানসোল, পশ্চিম বর্ধমান : উৎসবের আগে বড় প্রস্তুতি জেলা প্রশাসনের। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ছট পুজোর আনন্দে মেতে উঠবে জেলার একটা বড় অংশ। তার আগে বিশেষভাবে সতর্ক জেলা প্রশাসন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে শুরু করে আসানসোল পুরসভা, দুর্গাপুর পুরসভা – সকলেই আলাদা আলাদা ভাবে নানারকম ব্যবস্থা করেছে। সুরক্ষার জন্য করা হয়েছে নানারকম পদক্ষেপ।
আসানসোলের ভূতনাথ ঘাট। অতীতে এই ঘাটে একাধিক দুর্ঘটনা হয়েছে। কিন্তু ছট পুজোর সময় এই ঘাটে বহু সংখ্যক পুণ্যার্থীদের ভিড় জমে। ২০ থেকে ২৫ হাজার পুন্যার্থী এই ঘাটে আসেন ছট পুজোর জন্য। তাই বিশেষ নজর রয়েছে এই ঘাটের দিকে। নিরাপত্তা এবং সুরক্ষার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। ওয়াচ টাওয়ারের পাশাপাশি প্ল্যাকার্ড এবং মাইকিং করে সতর্ক করা হবে। থাকবেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে গোটা এলাকা।
advertisement
advertisement
শুধুমাত্র দুর্গাপুর পুরসভা এলাকাতেই ছট পুজোর জন্য থাকছে মোট ৭২টি ঘাট। যার মধ্যে কিছু ঘাটে কম সংখ্যক ব্রতীরা আসবেন। তবে এমনও অনেক ঘাট রয়েছে, যেখানে কয়েক হাজার করে পুণ্যার্থী ভিড় করবেন। ফলে এই সমস্ত ঘাটগুলিতে পর্যাপ্ত আলো, মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য আলাদা কক্ষ, সিসিটিভি ক্যামেরা – ইত্যাদির ব্যবস্থা থাকছে। পাশাপাশি তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়ার জন্য প্রত্যেকটি ঘাটে থাকছে ফার্স্ট এইড কিট।
advertisement
শেষ নয় এখানেই। ছট পুজোর দিন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বহু মানুষের ভিড় হবে। ফলে ব্যাপকভাবে যানজটের আশঙ্কা থাকছে। যে কারণে আগেভাগে সতর্ক করা হয়েছে ট্রাফিক বিভাগকে। ট্রাফিকের বিভাগের তরফ থেকেও একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা নেও য়া হয়েছে। ছট ঘাটগুলির পাশাপাশি জেলার নিরাপত্তার জন্য চলবে নজরদারি। বাড়তি ভিড় সামাল দেওয়ার জন্য রেলস্টেশন গুলিতেও তৎপর থাকবেন রেল পুলিশের কর্মীরা। সবমিলিয়ে ছট পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর জেলা প্রশাসন।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja 2024 : ওয়াচ টাওয়ার, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম! ছট পুজোয় থাকছে প্রশাসনের ব্যবস্থা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement