Howrah train cancellation: দিঘা, পুরীর টিকিট কাটা? একটানা বাতিল অনেক ট্রেন, তারিখ জানিয়ে তালিকা দিল রেল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া দিঘা কান্ডারি এক্সপ্রেস, শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের মতো জনপ্রিয় কিছু ট্রেন বাতিল বেশ কয়েকদিনের জন্য বাতিল করা হয়েছে৷
শঙ্কর রাই, খড়্গপুর: দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের অধীন আন্দুল স্টেশনে টানা ১০ দিন ধরে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ আগামী ২৯ জুন থেকে মেদিনীপুর-হাওড়া-মেদিনীপুর সহ ২৩৭টি লোকাল ট্রেন এবং ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন সহ মোট ৩০৩টি ট্রেন বাতিল করা হল দক্ষিণ পূর্ব রেলওয়ে তথা খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে।
সোমবার নতুন এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া দিঘা কান্ডারি এক্সপ্রেস, শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের মতো জনপ্রিয় কিছু ট্রেন বাতিল বেশ কয়েকদিনের জন্য বাতিল করা হয়েছে৷
হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ জুলাই থেকে ৮ জুন বাতিল থাকবে৷ ৬ থেকে ৮ জুলাই বাতিল থাকবে কান্ডারি এক্সপ্রেস৷
advertisement
advertisement
৬ থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল থাকবে পুরী হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস৷ ৫ থেকে ৭ জুলাই বাতিল থাকবে পুরী থেকে শালিমারগামী ধৌলি এক্সপ্রেস৷ শালিমার থেকে পুরীগামী ধৌলি বাতিল থাকবে ৬ থেকে ৮ জুলাই৷
advertisement
অন্যদিকে ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল থাকবে শালিমার থেকে বাঁকুড়ার মধ্যে চলাচলকারী আরণ্যক এক্সপ্রেস৷ ৩০ জুন থেকে ২ জুলাই এবং ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল থাকবে সাঁতরাগাছি এবং পুরুলিয়ার মধ্যে চলাচলকারী পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটি৷ ৬ থেকে ৮ জুলাই হাওড়া থেকে বাতিল থাকবে ইস্পাত এক্সপ্রেস৷ ফিরতি পথে ৭ জুলাই বাতিল থাকবে ট্রেনটি৷
advertisement
৬ জুলাই বাতিল থাকবে হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস৷ ৬ থেকে ৮ জুলাই পর্যন্ত বাতিল থাকবে টাটা থেকে হাওড়ার মধ্যে চলাচলকারী স্টিল এক্সপ্রেসও৷ এ ছাড়াও ওই সময়ের মধ্যে আজাদ হিন্দ এক্সপ্রেস সহ আরও একগুচ্ছ মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে৷
এর পাশাপাশি পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস, পুণে হাওড়া এক্সপ্রেস, পুরী হাওড়া এক্সপ্রেসের মতো বহু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে৷ সংক্ষিপ্ত করা হচ্ছে আদ্রা-হাওড়া এক্সপ্রেস, বাঘা যতীন এক্সপ্রেসের মতো ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা জানানো হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2024 4:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah train cancellation: দিঘা, পুরীর টিকিট কাটা? একটানা বাতিল অনেক ট্রেন, তারিখ জানিয়ে তালিকা দিল রেল