Weight loss story: ১০ মাসে ঝরল ২৩ কেজি! জিম, কঠিন ডায়েট ছাড়াই কীভাবে করে দেখালেন গুজরাতের ব্যবসায়ী?

Last Updated:

গুজরাতের ওই ব্যবসায়ীর ভোলবদলের গল্প শেয়ার করে ওই ফিটনেস বিশেষজ্ঞ লিখেছেন, 'কোনও জিম অথবা শৌখিন খাবার নয়৷ শুধুমাত্র বাড়িতে তৈরি খাবার এবং ঘরোয়া কিছু ব্যায়া করেই গুজরাতের ব্যবসায়ীর এই ভোলবদল সম্ভব হয়েছে৷'

দশ মাসে ভোলবদল গুজরাতের ব্যবসায়ীর৷
দশ মাসে ভোলবদল গুজরাতের ব্যবসায়ীর৷
আহমেদাবাদ: দশ মাসে কমল ২৩ কেজি ওজন৷ জিমে না গিয়ে অথবা কঠিন কোনও ডায়েট না মেনেই এমনটা করে দেখালেন গুজরাতের এক ব্যবসায়ী৷ যাঁরা ওজন কমানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন অথবা পছন্দের খাবার এড়িয়ে চলছেন তাঁদের কাছে এই দাবি অবিশ্বাস্য লাগতে পারে৷ কিন্তু বাস্তবেই এমনটা ঘটেছে৷ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সতেজ গোহেল নামে একজন ফিটনেস কনসালটেন্ট৷
এক্স হ্যান্ডেলে গুজরাতের ওই ব্যবসায়ীর ভোলবদলের গল্প শেয়ার করে ওই ফিটনেস বিশেষজ্ঞ লিখেছেন, ‘কোনও জিম অথবা শৌখিন খাবার নয়৷ শুধুমাত্র বাড়িতে তৈরি খাবার এবং ঘরোয়া কিছু ব্যায়া করেই গুজরাতের ব্যবসায়ীর এই ভোলবদল সম্ভব হয়েছে৷’
advertisement
পরের পোস্টে ওই ফিটনেস বিশেষজ্ঞ এক এক বিশদে জানিয়েছেন, ‘নিজের জীবনযাত্রায় ঠিক কী কী বদল এনেছিলেন গুজরাতের ওই ব্যবসায়ী৷ তিনি জানিয়েছেন, প্রথম দিকে ওই ব্যবসায়ী তাঁর পরামর্শ মেনে দৈনিক দশ হাজার স্টেপ হাঁটতে পারতেন না৷ কিন্তু ধীরে ধীরে তিনি সেই অভ্যাস গড়ে তোলেন৷ ওই ফিটনেস ব্যবসায়ী লিখেছেন, নীরজ নামে ওই ব্যবসায়ী গুজরাতের ভাবনগরের বাসিন্দা৷ সারাদিনই তিনি ব্যস্ত থাকেন৷ ব্যস্ততার কারণেই প্রথম দিকে দিনে দশ হাজার স্টেপ হাঁটতে পারতেন না নীরজ৷ কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই এই লক্ষ্যমাত্রাকে নিজের দৈনন্দিন জীবনের অঙ্গ করে ফেলেন তিনি৷’
advertisement
advertisement
ওই ফিটনেস বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, অভ্যাস না থাকার কারণে ইতস্তত বোধ এবং ব্যস্ততার কারণে জিমে যেতে আগ্রহী ছিলেন না নীরজ নামে ওই ব্যবসায়ী৷ তাই বাড়িতেই দুটি ডাম্বেল ব্যবহার করে কয়েকটি ব্যায়াম করার জন্য ওই ব্যবসায়ীকে একটি চার্ট তৈরি করে দিয়েছিলেন সতেজ গোহেল নামে ওই ফিটনেস বিশেষজ্ঞ৷ সতেজের তৈরি করে দেওয়া সেই পরামর্শ মেনেই দশ মাসের মধ্যে ২৩ কেজি ওজন ঝরিয়ে ফেলেন ওই ব্যবসায়ী৷ ৯১.৯ কেজি থেকে কমে তাঁর ওজন দাঁড়ায় ৬৮.৭ কেজি৷ ওজন কমানোর জন্য ওই ব্যবসায়ীকে বাড়িতে পনির, সয়াবিন, হোয়ে প্রোটিন এবং ডাল জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়৷ যাতে শরীরে প্রোটিনের পর্যাপ্ত জোগান থাকে৷ একই সঙ্গে নীরজকে চিনি এবং মিষ্টি খাওয়ার পরিমাণ কমাতে বলেছিলেন ওই ফিটনেস বিশেষজ্ঞ৷
advertisement
সতেজ গোহেল নামে ওই ফিটনেস বিশেষজ্ঞ সবশেষে লিখেছেন, ‘এটা পুরোটাই একটি দল হিসেবে কাজ করার সুফল৷ নীরজ এখন নিজের বদলে যাওয়া চেহারা ধরে রাখায় জোর দিয়েছেন৷ নিয়মিত ব্যায়াম করছেন এবং একই সঙ্গে প্রিয় খাবারগুলিও উপভোগ করছেন৷ এটাই তাঁর নতুন জীবন৷’
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight loss story: ১০ মাসে ঝরল ২৩ কেজি! জিম, কঠিন ডায়েট ছাড়াই কীভাবে করে দেখালেন গুজরাতের ব্যবসায়ী?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement