স্বামী-স্ত্রীর বীভৎস ঝামেলা! থামাতে গিয়ে ফের তুলকালাম কাণ্ড! ছুরির আঘাতে জখম দুই পুলিশকর্মী

Last Updated:

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহত দুই পুলিশ কর্মী এএসআই বিজয় তামাং ও পুলিশ কনস্টেবল মাইদুর মন্ডলকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা।

স্বামী স্ত্রীর বিবাদে আক্রান্ত দুই পুলিশ কর্মী 
স্বামী স্ত্রীর বিবাদে আক্রান্ত দুই পুলিশ কর্মী 
দক্ষিণ দিনাজপুর: স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ আটকাতে গিয়ে ছুরির আঘাতে জখম দুই পুলিশ কর্মী। বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর পুরসভার শিবপুর গ্রামের বাসিন্দা নাম বিপুল হাজরা(৪০) নিজের বাড়িতে স্ত্রীকে মুখ বেঁধে মারধর করছিল। এরপর বংশীহারী থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে সেখানে যেতেই পুলিশের গাড়ি দেখে বিপুল হাজরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর ব্যাপক চাঞ্চল্য ছড়াতেই স্থানীয় বাসিন্দারা বিপুল হাজরার স্ত্রী কল্পনা হাজরাকে স্থানীয়রা রশিদপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
advertisement
তবে এখানেই শেষ নয়, চিকিৎসাধীন স্ত্রীর খবর পেয়ে বিপুল হাজরা রশিদপুর হাসপাতালে এসে তাঁর স্ত্রীকে মারধর করে পুনরায় দুজনেই মধ্যে গন্ডগোল শুরু হয় হাসপাতালের ভেতরেই। সেই সময় হাসপাতালের এক স্টাফ বিপুল হাজরাকে বাধা দিতে গেলে তাঁর ওপর চড়াও হয় এবং মারধর করে। এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালে হাসপাতালের পুলিশ ক্যাম্পের অফিসার ও কনস্টেবল এসে তাঁকে ধরে বাইরে নিয়ে যাওয়ার সময় পুলিশ অফিসার ও কনস্টেবলের উপরে চড়াও হয় এবং অফিসারের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
advertisement
এই ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আহত দুই পুলিশ কর্মী এএসআই বিজয় তামাং ও পুলিশ কনস্টেবল মাইদুর মন্ডলকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুশমন্ডি থানার পুলিশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামী-স্ত্রীর বীভৎস ঝামেলা! থামাতে গিয়ে ফের তুলকালাম কাণ্ড! ছুরির আঘাতে জখম দুই পুলিশকর্মী
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement