'বাইকে এসে গায়ে হাত...!' কান্নায় ভেঙে পড়েন অজি ক্রিকেটার, শ্লীলতাহানির জঘন্য ঘটনা, কী হয়েছিল সেদিন? জানা গেল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indore Molestation- ভারতে বিশ্বকাপ খেলতে এসে এমন বিপদের মুখে পড়লেন! অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের জন্য যে এমন বিপদ অপেক্ষা করছিল, তা কে জানত! মধ্যপ্রদেশের ইন্দওরে শ্লীলতাহানির শিকার দুই অজি ক্রিকেটার।
ইনদওর : ভারতে বিশ্বকাপ খেলতে এসে এমন বিপদের মুখে পড়লেন! অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের জন্য যে এমন বিপদ অপেক্ষা করছিল, তা কে জানত! মধ্যপ্রদেশের ইন্দওরে শ্লীলতাহানির শিকার দুই অজি ক্রিকেটার।
ইনদওর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে খাজরানা রোড চত্বরে এই ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অস্ট্রেলিয়ার দু’জন মহিলা ক্রিকেটার নিজেদের হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফের দিকে হাঁটছিলেন। তখনই একজন মোটরবাইকে তাঁদের পিছু নেয়। কিছুটা দূর যাওয়ার পর দু’জন ক্রিকেটারের শ্লীলতাহানি করে। এর পর পুলিশে অভিযোগ দায়ের করে অস্ট্রেলিয়া দল।
মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ চলছে। ভারত এবার আয়োজক। আর ভারতে খেলতে এসে এমন জঘন্য ঘটনার সম্মুখীন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা! শনিবার মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। ইনদওরে ছিলেন অসি ক্রিকেটারেরা। আর সেখানেই হেনস্থার শিকার তাঁরা।
advertisement
advertisement
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় আকিল নামের এক যুবককে। জানা যায়, ঘটনার বর্ণনা দিতে গিয়ে অস্ট্রেলিয়া মহিলা দলের এক ক্রিকেটার কেঁদে ফেলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা ম্যানেজার ড্যানি সিমন্স বলেছেন, ‘‘ঘটনার পর আমার কাছে মেসেজ আসে। আমি ফোন করি। তখন ফোনে কেঁদে ফেলেছিল একজন। কী ঘটেছে, ফোনেই বিস্তারিত আমাকে জানানো হয়। ওদের হোটেলে ফিরিয়ে আনার জন্য গাড়ি পাঠাই আমরা।’’
advertisement
আরও পড়ুন- এক সেঞ্চুরিকে রেকর্ডের ছক্কা রোহিত শর্মার, হিটম্যানের ব্যাটে ভাঙল একের পর এক নজির
কী ঘটেছিল সেদিন! জানা যায়, হঠাৎ করেই বাইকে চেপে এসে এক যুবক অজি ক্রিকেটারদের অশালীনভাবে স্পর্শ করে। তার পরই বাইক নিয়ে চম্পট দেয় সেই যুবক। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এই ধরনের আচরণ এদেশে প্রথম। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন অনেকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 26, 2025 10:45 AM IST

