South 24 Parganas News: আবাসনের পিছন থেকে মিলল যুবকের দেহ...মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা! তদন্তে পুলিশ

Last Updated:

South 24 Parganas News: এক যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ানো মথুরাপুরের সন্তোষনগর এলাকায়। একটি বেসরকারি আবাসনের পিছন থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃতদেহ আনা হয়েছে এখানে
মৃতদেহ আনা হয়েছে এখানে
দক্ষিণ ২৪ পরগনা: এক যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো মথুরাপুরের সন্তোষনগর এলাকায়। একটি বেসরকারি আবাসনের পিছন থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছাদ থেকে পড়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রথমে নাম জানা না গেলেও পরে জানা যায় ওই যুবকের নাম শরীফ গাজী। বাড়ি চাঁদপাশা।ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। যদিও এই তত্ত্ব মানতে নারাজ অনেকেই।
আরও পড়ুনঃ গঙ্গার নীচে মেট্রো চলাচলের সময়সীমা বদল, দু’টি মেট্রোর মাঝে বাড়ল সময়ের ব্যবধান, জানুন সূচি
ওই যুবক আগে এলাকায় চুরি করতো বলে সূত্রের খবর। অনেকবার পুলিশের হাতে ধরাও পড়েছে। কিন্তু পরে আবার ছাড়া পেয়ে চুরি করত। তবে,  বেশ কয়েক মাস সে চুরি ছেড়ে দেয় বলে দাবী পরিবারের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পার্সেল অফিস দুর্নীতি মুক্ত করতে সচেতনতা শিবির! সঙ্গে সেমিনার, প্রশ্নোত্তর পর্বও…
কিন্তু এরপর ওই যুবকের কীভাবে মৃত্যু হল তা এখনও জানা যায়নি। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ঘটনার।  ছাদ থেকে পড়ে মৃত্যু হল নাকি তাঁকে খুন করে ফেলা হয়েছে সেই প্রশ্নও ঘুরে বেড়াচ্ছে এলাকায়। ইতিমধ্যে গ্রামের বেশ কিছু ব্যক্তি মৃত যুবককে হাসপাতালে দেখতে গিয়েছেন। ঘটনার সঠিক তদন্ত দাবি করেছেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: আবাসনের পিছন থেকে মিলল যুবকের দেহ...মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা! তদন্তে পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement