Bangla News: রক্ত নাকি ছিল ব্লাড ব্যাঙ্কে..তা-ও দেয়নি! বর্ধমান মেডিক্যাল কলেজের ঘটনায় চরম পরিণতি তরুণীর

Last Updated:

অভিযোগ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত মজুদ থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ রক্ত পাননি রোগীর পরিবার। পরদিন বেলা ১১টা নাগাদ পরিবারের পক্ষ থেকে একটি ডোনার কার্ড জমা দেওয়া হয়। কিন্তু তাতেও চার ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও রক্ত মেলেনি।

রক্ত থাকা সত্ত্বেও ফিরিয়ে দিল ব্লাড ব্যাংক! চরম পরিনতি রোগীনির
রক্ত থাকা সত্ত্বেও ফিরিয়ে দিল ব্লাড ব্যাংক! চরম পরিনতি রোগীনির
দক্ষিণবঙ্গ: রক্ত নাকি মজুত ছিল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। অথচ বার বার কাকুতি মিনতি করেও রক্ত পাননি রোগী। সময়ে রক্ত না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
বর্ধমান মেডিকেলে রক্ত না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জামালপুরের নবগ্রামের বাসিন্দা মধুমিতা নায়েক নামে এক রোগী রক্তের অভাবে চরম দুর্ভোগে পড়েন। পরিবার সূত্রে জানা যায়, ১৫ অগাস্ট সকাল ১১টা ২৬ মিনিটে রোগীর আত্মীয়রা ব্লাড ব্যাঙ্কের কাউন্টারে বি পজিটিভ গ্রুপের রক্তের জন্য রিকুইজিশন জমা দেন।
advertisement
advertisement
অভিযোগ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত মজুদ থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ রক্ত পাননি রোগীর পরিবার। পরদিন বেলা ১১টা নাগাদ পরিবারের পক্ষ থেকে একটি ডোনার কার্ড জমা দেওয়া হয়। কিন্তু তাতেও চার ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পরও রক্ত মেলেনি।
advertisement
রোগীর পরিবার ব্লাড ব্যাঙ্কের দেরি নিয়ে কর্তব্যরত স্টাফদের প্রশ্ন করলে, তাদের ভিতরে ডেকে এক চিকিৎসক চরম অপমান করেন বলে অভিযোগ।
যথাসময়ে রক্ত না পেয়ে ১৭ই আগস্ট মধুমিতা নায়েকের মৃত্যু হয় বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে নবগ্রাম এলাকায়। পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতি ও ব্লাড ব্যাঙ্কের অমানবিক আচরণই এই মৃত্যুর জন্য দায়ী। তাঁদের দাবি, হাসপাতালের ব্লাড ব্যাংকে ওই গ্রুপের রক্ত মজুত থাকলেও তা দেওয়া হয়নি। সঠিক সময়ে রক্ত দেওয়া হলে এভাবে মধুমিতাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হত না।
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্ধমান মেডিকেলে। এ ব্যাপারে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপসকুমার ঘোষ বলেন, লিখিতভাবে এমন অভিযোগ আমার কাছে আসেনি। তবে এ ব্যাপারি বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: রক্ত নাকি ছিল ব্লাড ব্যাঙ্কে..তা-ও দেয়নি! বর্ধমান মেডিক্যাল কলেজের ঘটনায় চরম পরিণতি তরুণীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement