South Bengal News: দিনভর রোজা রেখে, সন্ধে নামলেই শিব-দুর্গার সাজ! পুরুলিয়ার এই পরিবার আপনাকে অবাক করবেই

Last Updated:

গিয়াসুদ্দিন এখন ছৌ দলের ওস্তাদ। তৈরি করেছেন "পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি"। দলে রয়েছেন ৩০ জন সদস্য। তার মধ্যে ২২ সদস্যই হিন্দু, মুসলিম জনা আটেক। সদলবলে অনুষ্ঠান করতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছে।

News18
News18
পুরুলিয়া, ইন্দ্র: ভোরে উঠে নমাজ পড়েন৷ দিনভর রোখেন রোজা। তারপরে সন্ধে গড়ালেই অঙ্গে ধারণ করেন কখনও দুর্গা, কখনও শিব, কখনও বা গণেশের সাজ৷ কারণ, পুরুলিয়ার বরাবাজার ব্লকের পলমা গ্রামের গিয়াসুদ্দিনের কাছে তিনি শিল্পী, শিল্পই তাঁর ধর্ম, তাঁর কর্ম৷ গল্প করতে করতে গিয়াসুদ্দিন বলে ওঠেন, ‘‘ধর্ম ধর্মের জায়গায়, কর্ম কর্মের জায়গায়৷ শিল্পীদের কোন ধর্ম হয় না।’’
কৃষিজীবী পরিবার৷ নিজের পূর্বপুরুষের কাছ থেকেই প্রথম বীররসের শিল্প ছৌনাচে নাম লেখান গিয়াসুদ্দিন৷ গিয়াসুদ্দিনের ঠাকুরদা ছিলেন হাজারি আনসারি। সেই ঠাকুরদার পথেই হেঁটেছেন বাবা জুমেরুদ্দিন। এখন গিয়াসুদ্দিনের সঙ্গে তালিম নেন তাঁর ছেলে কাইফুদ্দিনও।
advertisement
advertisement
গিয়াসুদ্দিন এখন ছৌ দলের ওস্তাদ। তৈরি করেছেন “পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি”। দলে রয়েছেন ৩০ জন সদস্য। তার মধ্যে ২২ সদস্যই হিন্দু, মুসলিম জনা আটেক। সদলবলে অনুষ্ঠান করতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছে।
advertisement
গিয়াসুদ্দিনের এই ছৌ নাচ নিয়ে নানান কটাক্ষ,নানান চর্চা হলেও ছৌ নাচই আজ তার ধ্যান জ্ঞান। বাবার এই কর্মযজ্ঞে শামিল পুত্র কাইফউদ্দিন। তিনিও গর্বের সাথে জানান পূর্বপুরুষদের দেখানো ছৌ নাচের পথেই তিনিও হাঁটবেন। চালিয়ে যাবেন ছৌ নাচ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Bengal News: দিনভর রোজা রেখে, সন্ধে নামলেই শিব-দুর্গার সাজ! পুরুলিয়ার এই পরিবার আপনাকে অবাক করবেই
Next Article
advertisement
Purba Bardhaman News: সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার কে? চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
  • গুসকরায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে সোনার গয়না, নগদ টাকার সঙ্গে লেপ কম্বলও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলের নেতা! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement