South 24 Parganas News: অভিষেকের সেবাশ্রয় ২-এর সাফল্য! সম্পূর্ণ বিনামূল্যে মস্তিষ্কে রক্তক্ষরণ-ব্রেন টিউমারের অস্ত্রোপচার, নতুন জীবন পেলেন দুই বৃদ্ধ

Last Updated:

South 24 Parganas News: দক্ষ চিকিৎসক ও কর্মীদের সহায়তায় জীবনরক্ষাকারী নিউরোসার্জারি, নিখুঁত পর্যবেক্ষণ, ওষুধ প্রয়োগ এবং নিরবচ্ছিন্ন নজরদারির মাধ্যমে সেবাশ্রয় ২ হয়ে উঠেছে যন্ত্রণা ও পুনর্জীবনের মাঝের আশা।

রোগী ও তাঁর পরিবার
রোগী ও তাঁর পরিবার
দক্ষিণ ২৪ পরগনা, মহেশতলা, সুমন সাহাঃ দুই প্রবীণের মস্তিষ্কে রক্তক্ষরণ ও ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। আসলে জীবন শুধু ইচ্ছাশক্তি দিয়ে রক্ষা করা যায় না। জীবন রক্ষা হয় কিছু নির্দিষ্ট ব্যবস্থা ও পরিকল্পনার মাধ্যমে। যখন দেরির কোনও সুযোগ থাকে না, সেই জরুরি মুহূর্তে সাহায্যের জন্য কিছু ব্যবস্থাপনার প্রয়োজন হয়। সম্প্রতি যেমন দুই প্রবীণ রোগীকে গুরুতর স্নায়বিক সমস্যা নিয়ে সেবাশ্রয় শিবিরে আনা হয়েছিল। দু’জনেরই তাৎক্ষণিক ও বিশেষ রকমের চিকিৎসার প্রয়োজন ছিল।
৭১ বছর বয়সী রবি বিশ্বাস, ৭৯ বছরের নিমাই প্রামাণিককে মস্তিষ্কের জটিল সমস্যা নিয়ে মহেশতলার সেবাশ্রয় ২ শিবিরে আনা হয়েছিল। রবিবাবু মাথায় টানা পাঁচ দিনের অসহনীয় যন্ত্রণা নিয়ে পৌঁছেছিলেন। মাথার ভিতর রক্তক্ষরণ তাঁর চেতনা কমিয়ে দিচ্ছিল। মস্তিষ্কে নির্মমভাবে চাপ তৈরি করছিল।
আরও পড়ুনঃ তিন মেয়ের পর আবার মেয়ে, বেআইনিভাবে কন্যাসন্তান হস্তান্তর মা-বাবার! একরত্তিকে উদ্ধার করল জেলা চাইল্ড হেল্পলাইন
অন্যদিকে ৭৯ বছরের নিমাই প্রামাণিককে অচেতন অবস্থায় আনা হয়। খিঁচুনি তাঁকে গ্রাস করেছিল, বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। স্ক্যান রিপোর্টে ধরা পড়ে মাথায় ভয়ঙ্কর টিউমার। সেই সময়ে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ ছাড়া আর কোনও উপায় ছিল না।
advertisement
advertisement
এরপর আর এক মুহূর্তও দেরি না করে তাঁদের চিকিৎসার জন্য জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের নিরীক্ষণে তাঁদের ভর্তি নেওয়া হয় এবং বিনামূল্যে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বলাই বাহুল্য, তাঁদের পরিবার ভীষণ খুশি। এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষ চিকিৎসক ও কর্মীদের সহায়তায় জীবনরক্ষাকারী নিউরোসার্জারি, নিখুঁত পর্যবেক্ষণ, ওষুধ প্রয়োগ এবং নিরবচ্ছিন্ন নজরদারির মাধ্যমে সেবাশ্রয় ২ হয়ে উঠেছে যন্ত্রণা ও পুনর্জীবনের মাঝের আশা। আজ দু’জনেই সুস্থতার পথে। যেসব পরিবার একদিন আতঙ্কে ভেঙে পড়েছিল, তাঁরা এখন এই উদ্যোগের ফলে আশার আলো দেখতে পাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: অভিষেকের সেবাশ্রয় ২-এর সাফল্য! সম্পূর্ণ বিনামূল্যে মস্তিষ্কে রক্তক্ষরণ-ব্রেন টিউমারের অস্ত্রোপচার, নতুন জীবন পেলেন দুই বৃদ্ধ
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement